ভারত বিরোধী হয়ে নয়া বিপদ! বন্ধ হতে পারে ইউরোপের দরজা, চিন্তায় বাংলাদেশ

Published on:

bangladeshi citizens facing new trouble amid india bangladesh issue

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন এগোচ্ছে ততই যেন খারাপ হচ্ছ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক (India Bangladesh Relation)। ওপর বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার থেকে সন্ন্যাসী গ্রেফতার ও ইসকন ইস্যুর জেরে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মাঝে বাংলাদেশ থেকে কলকাতা দখলের স্লোগান উঠতেই সম্পর্ক একেবারে তলানিতে থেকেছে। এবার জানা যাচ্ছে  ভারত বিদ্বেষী হওয়ার ফলে আদতে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশ।

ভারত বিদ্বেষী হয়ে বিপদে বাংলাদেশ!

WhatsApp Community Join Now

ভারতের সাথে সম্পর্ক খারাপ হতে আন্তর্জাতিক স্তরে সংকটের মুখে বাংলাদেশ। ভাবছেন কিভাবে? সবটা বুঝতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। আসলে বাংলাদেশ থেকে প্রতিবছর বহু শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য ইউরোপ যান। কিন্তু এবার সেখানেই শুরু সমস্যার। কারণ বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ইউরোপের মোট ১৩টি দেশের দূতাবাস রয়েছে। যার মধ্যে ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স ইত্যাদি উল্লেখযোগ্য। কিন্তু সমস্ত দেশের দূতাবাস নেই।

ইউরোপের ভিসা অ্যাপ্লাই করতে পারবে না বাংলাদেশীরা?

ফিনল্যাণ্ড, অস্ট্রিয়া থেকে পর্তুগাল, গ্রিসের মত ইউরোপের বহু দেশের দূতাবাস রয়েছে। তাই এই দেশগুলিতে ভিসার আবেদন করার জন্য সবচেয়ে সহজ উপায় ছিল ভারতে এসে আবেদন করা। কিন্তু বর্তমানের পরিস্থিতির কারণে বাংলাদেশে থেকে ভারতে আসার ভিসা দেওয়ার পরিমাণ অনেকটাই কমে। গিয়েছে খুব সীমিত সংখ্যক বাংলাদেশীরাই ভিসা পাচ্ছেন। ফলে শিক্ষার্থীরা পড়েছে সমস্যায়।

সম্পর্কের অবনতি হলেও ভারতের উপরেই নির্ভর ওপার বাংলা

দুই দেশের সম্পর্কের অবনতি হলেও বহু জিনিসের জন্য ভারতের উপরেই নির্ভর বাংলাদেশ। বিদ্যুৎ থেকে শুরু করে ভারত থেকে লরি বোঝাই চাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে ডিম যায় পড়শি দেশে। এমনকি জানলে অবাক হবেন বাংলাদেশ মেট্রোর কার্ড ছাপানোতেও ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভারত থেকেই টিকিট ছাপানো হয় যা ঢাকা মেট্রোতে ব্যবহার হয়।

সঙ্গে থাকুন ➥
X