বঙ্গবন্ধুর ছবি ছাড়াই ছাপানো হল ওপার বাংলার টাকা! ছবি জারি, কেমন হল নতুন নোট?

Published:

Bangladesh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলার (Bangladesh) টাকায় দীর্ঘদিন ধরেই এক পরিচিত মুখের ছবি দেখা যেত। আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 2025 সালের কোরবানির ঈদকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাঙ্ক বাজারে এনেছে এমন তিনটি নোট, যেগুলির কোনোটিতেই বঙ্গবন্ধুর ছবি নেই। আর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

কেমন হল নতুন নোট?

বাংলাদেশ ব্যাঙ্ক সম্প্রতি জানিয়েছে, 1 জুন থেকে বাজারে ছাড়া হচ্ছে 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার তিনটি নতুন নোট। জানা যাচ্ছে, 100 টাকার নোটের এক পাশে জাতীয় সংসদ ভবনের ছবি থাকবে এবং অপর পাশে থাকবে জাতীয় স্মৃতিসৌধের ছবি। 

একইভাবে 50 টাকার নোটে একপাশে শুরু হয়েছে আহসান মঞ্জিলের ছবি থাকবে এবং অপর পাশে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কালজয়ী চিত্রক্রম সংগ্রামের ছবি। ওদিকে ২০ টাকার নোটের একপাশে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং অপর পাশে থাকবে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। সবথেকে বড় ব্যাপার, প্রতিটি নোটেই নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।

পুরনো নোট চালু থাকবে?

তবে নতুন নোট আনার পাশাপাশি বাংলাদেশ ব্যাঙ্ক জানিয়েছে যে, এই নোটগুলির পাশাপাশি আগের প্রচলিত 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোটগুলিও বৈধ থাকবে। অর্থাৎ, বাজারে দুই ধরনের নোট দিয়েই লেনদেন চালানো যাবে।

তবে জানিয়ে রাখি, রমজান মাসের শুরুতে বাংলাদেশ ব্যাঙ্ক জানিয়েছিলে, 19 মার্চ ঈদের আগে নতুন নোট ছাড়া হবে। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয় যে, নতুন নোট ঈদের পরে আসবে। আর পুরনো ডিজাইনে নোট রোজার আগে ছাড়া হচ্ছে না।

যদিও বাংলাদেশ সরাসরি কিছু বলেনি। তবে বেশ কিছু সূত্র বলছিল, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট নিয়ে বিভিন্ন মহলে আপত্তি ওঠায় পরিকল্পনা বদলানো হয়। তাই নতুন নকশায় বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়েই কোরবানির ঈদের আগে সেই নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইউনূস বিদেশে পাড়ি দিতেই কড়া মুডে বাংলাদেশের সেনা, গ্রেফতার প্রভাবশালী

আরও নোট বাজারে আসছে..

বাংলাদেশ ব্যাঙ্কের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা এবং 2 টাকার নতুন নোট একইরকম ভাবে প্রস্তুত করা হচ্ছে। ভবিষ্যতে এই নোটগুলোর নতুন সংস্করণেও বঙ্গবন্ধুর কোনও ছবি নাও থাকতে পারে। এখন দেখার ভবিষ্যতে কি হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join