বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেউলিয়া হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের ছেলে হাসান নওয়াজ (Former Pakistan Pm Son)। হ্যাঁ, সম্প্রতি ব্রিটিশ সরকার তাঁকে টেক্সট ডিফল্টার ঘোষণা করেছে। অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সম্পর্কে ভাগ্নে হন হাসান। এহেন এক সম্ভ্রান্ত পরিবারের পুত্র হয়েও ব্রিটিশ সরকারের মামলার মুখে পড়তে হলো তাঁকে। সূত্রের খবর, এপ্রিল থেকেই নাকি তাঁর বিরুদ্ধে দেউলিয়া মামলা শুরু করবে ইংল্যান্ড প্রশাসন ।
হাসানের বিরুদ্ধে বিরাট অভিযোগ
লন্ডন প্রশাসনের একটি সূত্র মারফত খবর, নওয়াজ শরীফের ছেলে হাসানের কাছে আনুমানিক 1 কোটি পাউন্ড, ভারতীয় মুদ্রায় 112 কোটি টাকারও বেশি আয়কর পাওনা রয়েছে ব্রিটিশ সরকারের। এ বিষয়ে হাসানের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলেছে ইংল্যান্ডের প্রশাসন। বলা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নেওয়াজের পুত্র হাসান নাকি ইচ্ছাকৃতভাবেই এই অর্থ বকেয়া রেখেছেন। শোনা যাচ্ছে, হাসানের বোন মরিয়ম নাওয়াজও পাকিস্তানের মুখ্যমন্ত্রী।
হাসানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে ইংল্যান্ড প্রশাসন
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, লন্ডন প্রশাসনের তরফে চলতি মাসে ডিফল্টারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজের ভাগ্নে হাসান নওয়াজের। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত হাসানের কাছে 10 মিলিয়ন পাউন্ড আয়কর পাওনা রয়েছে ইংল্যান্ড সরকারের। ইংল্যান্ডের সরকারি তথ্য অনুযায়ী, এই আয়কর বকেয়ার বিষয়টি 2015 সাল থেকে বিচারাধীন রয়েছে। বর্তমানে হাসানের জরিমানার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1 কোটি পাউন্ডে।
নেপথ্যে কোন ঘটনা?
পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, পানামা পেপার ফাঁস মামলায় নাম উঠেছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের ছেলে হাসান নাওয়াজের। সূত্রের খবর, এই সময়ে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পত্তি কেনাবেচা ও কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল। এরপরই নাকি নাওয়াজ লন্ডনের একটি সম্পত্তি পাকিস্তানের আলী রিয়াজ মালিক নামক এক ব্যক্তির কাছে 38 মিলিয়ন পাউন্ডে বিক্রি করে দেন। আর এর পর থেকেই অভিযোগ উঠতে শুরু করে, একাধিক ব্যক্তিকে কাজে লাগিয়ে নিজের অসাধু অর্থ সাদা করার কাজ করছেন হাসান।
হাসানকে দেউলিয়া ঘোষণা করল ইংল্যান্ডের আদালত
বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, বিপুল পরিমাণ আয়কর না দেওয়ার কারণে ইতিমধ্যেই ইংল্যান্ডের আদালত হাসান নওয়াজকে দেউলিয়া ঘোষণা করেছে। যদিও এ বিষয়ে মামলা হয়েছিল 2023 সালেই। সেবার আগস্ট মাস নাগাদ ইংল্যান্ডের আয়কর বিভাগ হাসানের বিরুদ্ধে আদালতে মামলার দায়ের করে। আর সেই মামলার ভিত্তিতেই যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে রেখে হাসানকে দেউলিয়া ঘোষণা করেছে আদালত।
অবশ্যই পড়ুন: বাংলাদেশকে ঝটকা! BIMSTEC সম্মেলনে সাক্ষাৎ করবেন না মোদী? আরজি জানিয়েছিল ঢাকা
শোনা যাচ্ছে, হাসানের মালিকানাধীন সম্পত্তি নিলামে তুলে তা বিক্রি করেই যাবতীয় অপরিশোধিত অর্থ তুলে নেবে ইংল্যান্ডের আয়কর দপ্তর। যদিও এ প্রসঙ্গে হাসান জানিয়েছেন, তিনি বহু আগেই প্রাথমিক কর পরিশোধ করেছেন। পরবর্তীতে তাঁর ওপর নাকি অতিরিক্ত কর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলে তিনি তা দিতে রাজি হননি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |