সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয়দের জন্য বিরাট সুখবর! হজের আগে জারি হওয়া ব্লক ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবার সৌদি সরকার (Saudi Visa)। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির নিশ্বাস ফেলেছে ভারতের বহু কর্মচারী, যাদের জীবিকা সৌদি আরবের সঙ্গে যুক্ত। তবে বাংলাদেশের উপর কি নিষেধাজ্ঞা এখনো রয়েছে, নাকি তুলে নেওয়া হয়েছে? সবটা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কেন জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা?
বলে রাখি, হজ মরসুম নিয়ে সৌদি আরব প্রতি বছরই বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। আর এবছরের শুরুতেই 14টি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসায় নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার। মূলত হজ পালনের সময় ভিড় এবং বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এমনকি অনেক সময় দেখা যেত যে, কাজের সূত্রে ভিসা নিয়ে সৌদিতে গিয়ে অনেক মানুষ হজ পালনের চেষ্টা করছে। আর এই অনিয়ন্ত্রিত প্রবাসীর জন্যই গত বছর হজ মরসুমে বহু মানুষের মৃত্যু ঘটে। আর ঠিক এই প্রেক্ষিতেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল সৌদি প্রশাসন। এবার হজ শেষ হতেই তড়িঘড়ি তুলে নেওয়া হয়েছে ভিসার নিষেধাজ্ঞা।
আর কোন কোন দেশ উপকৃত হবে?
বলে রাখি, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে শুধুমাত্র ভারত নয়, বরং পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, নাইজেরিয়া, ইথিওপিয়া, ইরাক, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান এবং ইয়ামেনসহ মোট 14টি দেশের নাগরিকরা উপকৃত হবেন। কারণ সম্প্রতি সৌদি সরকার এই 14টি দেশের উপরেই ব্লক ওয়ার্ক ভিসায় নিষেধাজ্ঞা জারি করেছিল।
আরও পড়ুনঃ বিদেশে বাংলাদেশিদের অপমান! ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে তুলকালাম কাণ্ড
জেনে রাখা ভালো, ব্লক ওয়ার্ক ভিসা হল সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়নের মন্ত্রকের পক্ষ থেকে অনুমোদন করা একপ্রকার কর্মসংস্থান ভিসা। এর মাধ্যমে কোনও কোম্পানি নির্দিষ্ট সংখ্যক কর্মী বিদেশে নিয়োগ করতে পারে। তবে হ্যাঁ, নির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে। আর সেই সূত্র ধরে ভারতীয়দের মধ্যে বহু কর্মী প্রতিবছর কাজের সূত্রে সৌদিতে যান।
পরিসংখ্যান বলছে, বর্তমানে সৌদি আরবে প্রায় 26 লক্ষেরও বেশি ভারতীয় প্রবাসী বসবাস করছে। যাদের মধ্যে বেশিরভাগই কর্মসূত্রে ওখানে রয়েছে। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে হাজার হাজার কর্মচারীর মুখে যে হাসি ফুটবে, তা বলার অপেক্ষা রাখে না।