বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ক্রমাগত ভারতকে আক্রমণ করে আসছে পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। সম্প্রতি, প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো হুঙ্কার দিয়ে বলেছিলেন, ভারত যদি সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে সিদ্ধান্ত না নেয়, তবে ইসলামাবাদ যেকোনও যুদ্ধের জন্য প্রস্তুত! প্রাক্তন পাক মন্ত্রীর এমন বক্তব্যের পরই হই হই পড়ে গিয়েছিল নেট মহলে! এবার সেই প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীর গলাতেই শোনা গেল ভয়ঙ্কর সব হুঁশিয়ারি!
ফের সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে আক্রমণ বিলাওয়ালের
সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির নেতা ভুট্টো সিন্ধু জল বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘিরে ভারতের সমালোচনা করেছেন। সেই সাথে অন্যান্য সময়ের মতো একেবারে হুঙ্কার ছেড়ে বিলাওয়াল বলেছেন, সিন্ধু আমাদের ছিল, আমাদেরই থাকবে।
এমন অহংকারী কথা বলতে বলতে আচমকা পাকিস্তান পিপলস পার্টির নেতা বলে বসেন, হয় সিন্ধু দিয়ে আমাদের জল বইবে, নয়তো ওদের রক্ত। এদিন পুরনো অভ্যাস ধরে রেখেই ভারতের বিরুদ্ধে এমন উঁচু স্বরে হুঙ্কার ছেড়েছিলেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী। যদিও বাকি দিনগুলির মতোই ভুট্টোর কথায় কান দেয়নি দিল্লি। যদিও সম্প্রতি বিলাওয়ালের এমন মন্তব্যের পরিপেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি বিলাওয়ালকে জলে ঝাঁপ দিতে বলেছেন! তাঁর বক্তব্য ছিল, ওঁকে জলে ঝাঁপ দিতে বলুন! কিন্তু কীভাবে দেবেন? জলই তো নেই!
অবশ্যই পড়ুন: বুমরাহই শুধু পারেন না! ৬ উইকেট তুলে ৩২ বছরের ইতিহাস বদলে দিলেন সিরাজ
মাসুদ আজহারের ঠিকানা বলে দিলেন বিলাওয়াল
সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার পাশাপাশি জইশ-ই-মহম্মদের প্রধান নেতা মাসুদ আজহারকে নিয়ে বিরাট মন্তব্য করেছেন বিলাওয়াল। মূলত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী বলেন, মাসুদ এখন আফগানিস্তানে থাকতে পারে। তবে এখানেও ভারতের প্রসঙ্গ টেনেছিলেন বিলাওয়াল। বলেন, ভারত যদি জেনে থাকে মাসুদ পাকিস্তানের ঠিক কোথায় আছে, তাহলে ঠিকানা দিক!
তাঁর দাবি, মাসুদ আজহারকে গ্রেফতার করতে পারলে আমরা খুশিই হব। পাশাপাশি সাক্ষাৎকার চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির নেতা স্পষ্ট জানান, মাসুদ এখন আফগানিস্তানেই আছে বলেই আমাদের বিশ্বাস। তবে মাসুদের প্রসঙ্গে কথা বলার সাথে সাথেই লস্কর ই তৈবার নেতা হাফিজ সইদ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ভুট্টো বলেছিলেন, হাফিজ একেবারেই হাত-পা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে না! ও এখন পাকিস্তানের হেফাজতে রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |