সন্তানদের জন্য মাত্র ১% রেখে বিপুল সম্পত্তির ৯৯% দান করবেন বিল গেটস

Published on:

Bill Gates to donate 99 percent of his vast wealth

বিক্রম ব্যানার্জী, কলকাত: সন্তানরা নিজেদের যোগ্যতায় বড় হয়ে উঠবে। মৃত্যুর আগে অন্তত 99 শতাংশ সম্পদ দান করে দিয়ে যাওয়ার কথা জানালেন বিশ্বের প্রথম সারির ধনী ব্যবসায়ী তথা মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। মাইক্রোসফট কর্তা জানিয়েছেন, মৃত্যুর আগে সন্তানদের জন্য মাত্র 1 শতাংশেরও কম সম্পত্তি রেখে দিয়ে যাবেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সন্তানদের যোগ্য করে তুলতেই বড় সিদ্ধান্ত বিল গেটসের

সম্প্রতি ‘ফিগারিং আউট উইথ রাজ শামানি’ পডকাস্টে এসে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল বলেছিলেন, ধনী ব্যক্তিদের ছেলেমেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি ও সম্পত্তি ভাগাভাগির সিদ্ধান্ত সাধারণত পরিবারের মূল্যবোধের ওপর নির্ভরশীল।

মাইক্রোসফট কর্তা আরও বলেন, আমার ছেলে মেয়েরা আমার কাছ থেকে নানান সুযোগ সুবিধা সহ চমৎকার শিক্ষা পেয়েছে। তবে আমার মোট সম্পদের এক শতাংশেরও কম পাবে তারা। হ্যাঁ, শামানির পডকাস্টে অংশ নিয়ে, সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার বিষয়ে এমন মন্তব্যই করেছেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন বিল গেটস আরও জানিয়েছিলেন, এটা কোনও রাজবংশ নয়। আমি আমার সন্তানদের একেবারেই মাইক্রোসফট চালাতে বলছি না। আমি চাই, তারা মানুষের মতো মানুষ হোক। নিজেদের যোগ্যতায় উপার্জন করুক, নিজেদের পথ নিজেরা তৈরি করুক। 69 বছর বয়সী ধনকুবেরের শেষ সংযোজন ছিল, আমি চাইনা আমার সন্তানরা আমার এই বিরাট প্রতিপত্তির ছত্রছায়ায় থাকুক।

তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নিজেদের যোগ্যতায় বড় কিছু করে দেখানোর ইচ্ছেটাই আমার একমাত্র কাম্য। প্রত্যেক সন্তানের উচিত, তারা যে বিলাসবহুল জীবন কাটাচ্ছে তা ভুলে, নিজেদের মতো করে বেঁচে থাকার পথ তৈরি করা।

বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ

জানিয়ে রাখি, বর্তমানে বিশ্বের প্রথম দশ ধনী ব্যক্তির তালিকায় 7 নম্বর রয়েছেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিল গেটসের মোট সম্পদের পরিমাণ 155 বিলিয়ন ডলার। ধনকুবেরের কথা অনুযায়ী, সেই মোট সম্পদের মাত্র 1 শতাংশ অর্থাৎ 1.55 বিলিয়ন ডলারেরও কম সম্পদ নিজের স্ত্রী ও সন্তানদের জন্য ছেড়ে যাবেন তিনি।

অবশ্যই পড়ুন: লটারি কেটে লক্ষ্মীলাভ ৭ রাশির, এপ্রিলের তৃতীয় সপ্তাহে হবে ধনবর্ষা

প্রসঙ্গত, বিল গেটসের পাশাপাশি অ্যাপেলের মালিক প্রয়াত স্টিভ জবস ও অ্যামাজন কর্তা জেফ বেজসও তাঁদের উত্তরাধিকার সম্পদের বেশিরভাগ অংশই দান করার পথে হেঁটেছিলেন। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবার সেই পথে হেঁটেই মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তাঁর মোট সম্পদের 99 শতাংশ দাতব্য সংস্থার হাত ধরে বিশ্বের অভাবী মানুষদের দান করবেন বলেই জানালেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group