হামাসের থেকে বাঁচান অনেককে, দু’বছর পর ইজরায়েলে ফিরল তাঁর মৃতদেহ! কে এই বিপিন জোশি?

Published:

Bipin Joshi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: হামাসের হাতে অপহৃত হয়েছিল নেপালি ছাত্র বিপিন জোশি (Bipin Joshi)। দীর্ঘ দু’বছর পর বিপিনের মৃতদেহ ফিরল ইজরায়েলে। জানা যায়, বিগত দু’বছর ধরেই বিপিনের মা পদ্মা এবং তাঁর বোন পুষ্পা জোশি বিপিনের মুক্তির দাবিতে চেষ্টা চালাচ্ছিল। তবে অবশেষে ফিরে এল তাঁর মৃতদেহ। আর এ নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে।

কে এই বিপিন জোশি?

জানিয়ে রাখি, বিপিন জোশি একজন নেপালি কৃষিবিদ্যার ছাত্র। তবে 2023 সালের 7 অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় তাঁকে অপহরণ করা হয়েছিল। সেসময় তাঁর বয়স ছিল মাত্র 22 বছর। নেপাল থেকে সে এক কৃষি খামারে প্রশিক্ষণমূলক প্রকল্পের জন্যই ইজরায়েলের কিব্বুৎজ অ্যালুমিনে কাজ করতে গিয়েছিল বলে খবর। এমনকি ওই জায়গাটি গাজার সীমান্ত লাগোয়া। তবে তাঁর মৃতদেহ ফেরত পাওয়ার পর এখনও পর্যন্ত জানা যায়নি যে তাঁকে খুন করা হয়েছে কিনা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই হামলার মাসখানেক আগে বিপিন ইজরায়েলে গিয়েছিল। এমনকি একটি পড়ুয়া বিনিময় চুক্তির আওতায় সে এবং আরও 17 জন নেপালি ছাত্র সেখানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। আর হামাস হামলায় মোট 17 জনের মধ্যে 10 জনকে খুন করে দেওয়া হয়। এমনকি ওই রাতে বিপিন বিক্ষোভকারীদের দিকে সাহস করে কয়েকটি গ্রেনেড ছুঁড়ে মারলে বেশ কয়েকজনের প্রাণ বাঁচে। তবে সে নিজে জখম হয় এবং তাঁকে জঙ্গিরা তুলে নিয়ে যায়। তারপর থেকে দীর্ঘ দু’বছর ধরে বিপিনের বোন এবং মা তাঁর মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছিল। জানা যায়, গত আগস্ট মাসে বিপিনের গোটা পরিবার ইজরায়েলে গিয়েছিল। আর সেখানে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরগোজের সঙ্গে সাক্ষাৎকার করেন তারা।

ফিরে এল বিপিনের মৃতদেহ

প্রসঙ্গত, গাজা থেকে দু’বছর পর একমাত্র হিন্দু ছাত্র হিসেবেই বিপিনের দেহ ফেরত দিয়েছে হামাস বাহিনী। ইজরায়েলেই ফিরিয়ে আনা হয়েছে তাঁর মৃতদেহ। তবে এতদিন অনেকেই আশায় ছিল যে, সম্ভবত বিপিন এখনও বেঁচে রয়েছে। তবে তাঁর মৃতদেহ ফেরাতেই সেই আশার বাতি নিভল। এমনকি ইজরায়েল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বন্দিদের মধ্যে 26 জন মৃত। আর প্রথম দফায় হামাস চারজনের দেহ ফেরত দিয়েছিল ইজরায়েল বাহিনীকে।

আরও পড়ুনঃ ঘরে বসে অনলাইনে করুন টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? কত খরচ, কী কী লাগবে জেনে নিন

এ বিষয়ে রাষ্ট্রদূত বলেছিলেন, আইডিএফ ভিডিও কলের মাধ্যমেই আমাদের নিশ্চিত করেছিল যে, বিপিন জোশি আর বেঁচে নেই। তাঁর পরিবারকে এ বিষয়ে খবর দেওয়া হয়েছে। এমনকি তিনি আরও বলেছেন, ইজরায়েল বাহিনী আমাদের জানিয়েছে, হামাস এখনও পর্যন্ত কয়েকটি দেহ খুঁজে বের করতে পারেনি। শুধুমাত্র বিপিনের দেহ উদ্ধার করা হওয়ায় ফেরত পাঠানো হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join