বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে চরম সংঘর্ষের মাঝে এবার ঘর শত্রু বিভীষণের হাতেই বেধড়ক মার খাচ্ছে পাক সেনা। সূত্রের খবর, বালুচিস্তান নিয়ে চলমান উত্তেজনার আবহে ফের পাকিস্তানে (Pakistan) হামলা চালালো বালোচ লিবারেশন আর্মি। সদ্য, BLA-র তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাকিস্তান সেনা ও পাকিস্তানি পুলিশদের লক্ষ্য করে 39টি জায়গায় হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মির সদস্যরা। যার প্রত্যেকটি সংঘটিত হয়েছে বালুচিস্তানেই।
ঠিক কী জানিয়েছে BLA?
বালুচিস্তানে পাক সেনা কর্মী ও পুলিশদের ওপর হামলার বিষয়ে মুখ খুলেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এ প্রসঙ্গে, BLA মুখপাত্র জিয়ান বালুচ জানান, পাক সেনার ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে। তাঁদের অপারেশন এখনও জারি আছে।
জানা যায়, বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে পাক সেনা ও পুলিশকে টার্গেট করে যে 39 জায়গায় হামলা চালানো হয়েছিল সেগুলির মধ্যে রয়েছে, পুলিশ স্টেশন দখল, প্রধান রাস্তাগুলিতে অবরোধ, চরদের গ্রেফতার, দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর জোরালো হামলা ও খনিজ সম্পদ লুঠকারীদের সাথে জড়িত কনভয়গুলির ওপর হামলা।
শয়তানি অব্যাহত পাকিস্তানের
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এখন চরমে। পশ্চিম দিকের দেশের তরফে বারংবার মিসাইল ছুঁড়ে ভারতের একাধিক শহরকে টার্গেট করা হচ্ছে। তবে ইতিমধ্যেই পাকিস্তানের সেই ছক বানচাল করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাক ড্রোনগুলিকে একেবারে আকাশেই গুরিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনা। প্রতিবেশীর এমন আক্রমণের প্রত্যাঘাতে ইতিমধ্যেই পাকিস্তানের 3টি প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
অবশ্যই পড়ুন: কন্যাশ্রী কাপে ১৪ গোলে তাণ্ডব চালাল ইস্টবেঙ্গল! হ্যাটট্রিক ৩ দস্যি মেয়ের
এছাড়াও পাকিস্তান দমনের পাশাপাশি সেদেশের আরও কিছু পাক জঙ্গি হেলিপ্যাড ও ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। সদ্য ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলনে, উইং কমান্ডার ব্যোমিকা সিং ব্রিফিং করার সময় বলেছেন, পাকিস্তানের অভিপ্রায় আক্রমণাত্মক। তবে তাদের ঠেকাতে সর্বাত্মকভাবে প্রস্তুত ভারতীয় সেনা।