বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে চিন ও পাকিস্তানকে বড়সড় হুমকি দিয়েছে বালুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন লিবারেশন আর্মির সদস্যরা। সূত্রের খবর, বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে চিন ও পাকিস্তানকে সরাসরি নিশানায় এনে বলা হয়, প্রানে বাঁচতে চাইলে এখনই বালুচিস্তান ছেড়ে চলে যাও। আর এই ঘটনার পরই পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে চিনের অর্থনৈতিক করিডোরে ওপর গুরুতর প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে!
200-র বেশি মানুষ এখনও পণবন্দি..
মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালুচিস্তান লিবারেশন আর্মির সশস্ত্র সদস্যরা। জানা যায়, সেই সময় ট্রেনটিতে কমপক্ষে 500 জন যাত্রী ছিলেন। সূত্র বলছে, গতকাল অন্তত 400 জন যাত্রীকে বন্দি করা হয়েছিল। সেই সাথে একাধিক নিরাপত্তা রক্ষীকে আটকে রেখেছিল BLA।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় 24 ঘন্টা কেটে যাওয়ার পরও মাত্র 104 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্র বলছে, পাক সেনাদের গুলিতে ইতিমধ্যেই নিহত হয়েছেন প্রায় 18 জন BLA কর্মী। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, সন্ত্রাসবাদীদের সাথে সংঘর্ষে কমপক্ষে 6 জন পাক সেনা নিহত হয়েছেন বুধবার। সবমিলিয়ে গোটা ঘটনায় এখনও পর্যন্ত 20 জনেরও বেশি পাকিস্তানি সেনার মৃত্যুর খবর সামনে এসেছে। জানা যাচ্ছে বর্তমানে, জিম্মি অবস্থায় থাকা যাত্রীদের দ্রুত উদ্ধারের কাজ চলছে।
পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি
বেশ কিছু সূত্র জানিয়েছে, পাকিস্তানের অন্যতম অস্থির প্রদেশ বালুচিস্তানে 1948 সাল থেকেই বালুচ এবং পাক সেনাদের মধ্যে গুলির লড়াই চলছে। জানা গিয়েছে, বালুচিস্তানের জনগণ দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই অঞ্চলটিতে চিনের হস্তক্ষেপ বেড়ে যাওয়ায় সমস্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
BLA-র একাধিক দাবি
বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে বারংবার বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করার দাবি তোলা হয়েছে। একই সাথে লিবারেশন আর্মি কর্তাদের দাবি, বালুচিস্তানে পাকিস্তান সরকার বা নিরাপত্তা সংস্থার কোনও প্রতিনিধি থাকবে না।। পাশাপাশি বালুচরা বিশ্বাস করেন চিনের সঙ্গে সিপিইসি প্রকল্প চলছে পাকিস্তানের। এই প্রকল্পের মাধ্যমে তাদের খনিজ সম্পদ ক্রমশ শোষণ করে নেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলির কারণেই বালুচদের প্রচুর সংখ্যক মানুষ ভিটে ছাড়া হচ্ছেন। এরপর থেকেই বালুচ জনগণ চিনের প্রকল্পগুলি অপসারণের দাবি জানিয়ে এসেছে।
অবশ্যই পড়ুন: ভয় পাবে শত্রুরা! এবার স্ব-চালিত এয়ার ডিফেন্স মিসাইল পাচ্ছে ভারতীয় সেনা, বড় পরিকল্পনা DRDO-র
চাপ বাড়ল চিনের
বহু আগেই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বালুচিস্তান প্রদেশে চলমান সিপিইসি প্রকল্প ও গোয়াদর বন্দর তৈরি করে চিন। তবে বালুচিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি চিনে সিপিইসি প্রকল্পের জন্য ক্রমশ ক্ষতিকারক হয়ে উঠছে। বালুচদের একটা বড় অংশের দাবি, চিনের এই প্রকল্পের কারণেই অসংখ্য মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। মূলত পাকিস্তানের কূটনৈতিকতার বিরোধিতা জানিয়ে এবং চিনের বিভিন্ন প্রকল্পগুলি অপসারণের দাবিতে বারংবার গর্জে উঠেছিল বালুচরা।
এবার সেই লক্ষ্য নিয়ে চিনকে উৎখাত করতে ও পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই বড়সড় ঘোষণা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে চিন! বেশ কিছু সূত্র বলছে, চিন বালুচিস্তানের গোয়াদর বন্দরে অন্তত 62 বিলিয়ন ডলার লগ্নি করেছিল তবে বালুচিস্তানের সশস্ত্র সংগঠনটি যেভাবে চিনের প্রকল্পগুলিকে সরিয়ে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে তাতে শেহবাহ শরীফের দেশ পাকিস্তানের পাশাপাশি বড়সড় ধাক্কা খাবে চিনের অর্থনীতি!