পাকিস্তানকে খতম করতে ভারতের কাছে সাহায্য চাইল BLF, স্বাধীন হওয়ার পথে বালুচিস্তান

Published:

Balochistan Liberation Front commander demands India's help to punish Pakistan! Viral video
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপকর্মের কারণে আপাতত পাকিস্তান (Pakistan) পড়েছে ফাঁপরে! একদিকে ভারতের সাথে চলমান সংঘর্ষ, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে সংঘাত নিয়ে একপ্রকার কোনঠাসা পাকিস্তান! এমতাবস্থায়, বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের কমান্ডার ডক্টর আল্লাহ নজর ভারতের সাহায্য দাবি করেছেন।

বালুচিস্তানের একাধিক এলাকায় পাক সেনা ও পুলিশদের ওপর হামলার ফাঁকেই ভাইরাল একটি ভিডিওতে BLA কমান্ডার জানিয়েছেন, ভারত শুধু এতটুকু করুক! পাকিস্তান সেনার আত্মসমর্পণের পর যে বন্দুক গুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেগুলি আমাদের দিলেই আমরা বুঝিয়ে দেব পাকিস্তানকে শায়েস্তা করা যায় কিনা!

ভাইরাল ভিডিওতে বড় দাবি নজরের

ভারত-পাক সংঘর্ষের আবহ ক্রমশ জটিল হচ্ছে। রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা চালাচ্ছে পাক সেনা। প্রতি মুহূর্তে সেই কপটতার জবাব দিচ্ছে ভারতও। এহেন পরিস্থিতিতে, নিজের ঘরেই আক্রান্ত পাক সেনা। বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে চলমান সংঘর্ষের মাঝে, পাকিস্তান সেনাবাহিনীর কনভয় সহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে BLA।

পুরনো হিসেব মেটাতেই পাকিস্তানের সাথে একেবারে রণক্ষেত্রে নেমেছে বালুচিস্তানের বন্দুকধারীরা। এদিকে ভারতের কাছে প্রতিমুহূর্তে পিটুনি খাচ্ছে পশ্চিম দিকের দেশ। আর সেই আবহেই এবার পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতের কাছে সাহায্য চাইল BLF কমান্ডার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইরান ভিত্তিক বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের কমান্ডার ডক্টর আল্লাহ নজর পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ চলাকালীন বালুচিস্তানের স্বাধীনতায় ভারতের সাহায্য দাবি করেছেন। ভিডিওটিতে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাক সেনাবাহিনীর আত্মসমর্পণের কথা স্মরণ করিয়ে নজর বলেন, ভারত শুধু এতোটুকু করুক!

পাকিস্তানি সেনার আত্মসমর্পণের সময় তারা যে 93,000 বন্দুক নিয়েছিল, সেগুলি আমাদের দেওয়া হোক। সঙ্গে 10টি করে গুলিও দিক ভারত। আমরা বুঝিয়ে দেব পাকিস্তানকে শায়েস্তা করা যায় কিনা। এদিন নজর আরও জানান, আমাদের কোনও রকম উন্নত ক্ষেপণাস্ত্র বা বোমার প্রয়োজন নেই।

অবশ্যই পড়ুন: ২৫ মে থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক শেষ! বিরাট ঘোষণা বাংলাদেশের

আল্লাহর সংযোজন, পাকিস্তান ক্রমাগত বলে চলেছে আমরা আফগানিস্তান এবং ভারত থেকে সাহায্য পাচ্ছি! বলা হচ্ছে BLF নাকি ইরান, আফগানিস্তান ও ভারত থেকে একাধিক অস্ত্র পাচ্ছে। যখন এই অভিযোগ উঠছে, আমি প্রতিবেশী দেশগুলিকে অনুরোধ করব তারা যেন সর্বাত্মভাবে আমাদের সাহায্য করে। প্রতিবেশী হওয়ার সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে এই সংগ্রাম আমাদের সকলের একান্ত কর্তব্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join