ইউনূস জামানা শেষ! ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে, প্রধান উপদেষ্টাকে ঘেরাও করবে BNP?

Published on:

BNP issues stern warning to Muhammad Yunus over Bangladesh elections

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ প্রধানের পদে উপযুক্ত নন মহম্মদ ইউনূস! সাম্প্রতিক সময়ে এমন বাক্যই শোনা গিয়েছে অনেকের গলায়। কার্যত সেই ভাবনাতেই সিলমোহর দিয়ে ওপার বাংলায় উঠেছে নির্বাচনের (Bangladesh Election) দাবি। ঘরে-বাইরে উভয় ক্ষেত্রে একেবারে কোণঠাসা অবস্থা ইউনূসের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নির্বাচনের দাবি যত জোরালো হচ্ছে ততই ওপার বাংলার পরিস্থিতি হচ্ছে ঘোলাটে। এমতবস্থায়, আচমকা ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বক্তব্য, ‘পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন।’

নির্বাচনে রাজি নন ইউনূস?

হাসিনা জামানার পতন হতেই ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সূত্রেই বাংলাদেশের সিংহাসনে বসেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তবে ইউনূসের হাতে ক্ষমতা যেতেই 6 মাসের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি ওঠে ওপার বাংলায়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের টালবাহানা ও নানান পদক্ষেপে ক্রমশ পিছিয়েছে নির্বাচনের সময়। বারংবার বিরোধীদলগুলির পক্ষ থেকে চাপ সৃষ্টি সত্বেও নিজের জায়গা থেকে এক ফোঁটাও সরে দাঁড়াননি ইউনূস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নির্বাচনের দিন ঘোষণা তো দূর বরং পুনরায় ভোট গ্রহণে নাকি একেবারেই রাজি নন ইউনূস। ওপার বাংলার দিন আনা দিন খাওয়া মানুষের একাংশের দাবি পাছে ক্ষমতারচ্যুত হয়ে যান সেই ভয়েই নির্বাচন আয়োজন করতে চাইছেন না ইউনূস। এহেন আবহে বিরোধীদের চাপে একেবারে চিড়েচ্যাপ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, চলতি বছরের একেবারে শেষের দিকে অথবা 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে।

BNP নেতার চাপে হুঁশ ফিরেছে ইউনূসের!

দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলির চাপের মুখে থেকেও নিজের অবস্থানে অনড় ছিলেন শান্তিতে নোবেলজয়ী। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল পার্টির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুঁশিয়ারির পর একপ্রকার নড়ে বসেছেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা।

শোনা যাচ্ছে, BNP দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি জানিয়েছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে স্বৈরাচার ঠেকানো যাবে না। তারেক বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে যাতে নতুন করে কোনও স্বৈরাচার, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা না হয় তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সময়।

অবশ্যই পড়ুন: ভুল সিদ্ধান্তেই স্বপ্নভঙ্গ! IPL শেষ হলেই এই ৫ প্লেয়ারকে ছাঁটাই করবে KKR! তালিকায় বড় নাম

নির্বাচনের জন্য ঘেরাওয়ের দাবি

BNP কর্তার মন্তব্যের পর এবার সে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাকি জানিয়েছেন, নির্বাচনের জন্য যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তাহলে তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সোজা ভাষায় বলছি, বাংলাদেশে নির্বাচনের জন্য আমরা প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে দ্বিধা-দ্বন্দ্বে জড়াতে চাইছি না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group