শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলাদেশ ইস্যুতে এবার গর্জে উঠল বিএনপি। ত্রিপুরার রাজধানীর আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার জবাবে আজ রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করবে বিএনপির তিন পক্ষ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। হ্যাঁ ঠিকই শুনেছেন। সেইসঙ্গে পদযাত্রা চলাকালীন একটি স্মারকলিপিও জমা দেওয়া হবে। শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এমনটাই জানিয়েছে।
বড় পদক্ষেপ বিএনপির
কয়েকদিন আগেই ভাঙচুর করা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। এরই পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে। তারপরেই ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মহম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মহম্মদ আশরাফুল রহমানকে ফিরিয়ে নিয়েছে ঢাকা। এরপরেই বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ মিছিল সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে ভারতীয় দূতাবাসের দিকে যাবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা যথাসময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকল পর্যায়ের সদস্যদের নির্দেশ দিয়েছেন।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে ধরনের সুসম্পর্ক প্রয়োজন, আমরা তা চাই। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা মানে বাংলাদেশে হামলা। আমরা এই হামলায় জড়িতদের শাস্তি দাবি করছি। তাই রবিবার আমরা ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করব এবং পরে তাদের কাছে স্মারকলিপি জমা দেব।’
কলকাতা দখলের হুঙ্কার
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেন, ‘সকাল ১০টায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করব। এই পদযাত্রার মাধ্যমে আমরা আগরতলায় হাইকমিশনে হামলা, পতাকার অবমাননা এবং কলকাতায় হাইকমিশনে হামলার প্রতিবাদ করব। কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার বিকালে ঢাকার রাস্তায় মিছিল করে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও জওয়ানেরা। তাঁরা হুংকার দেন, কলকাতা, অসম, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বের রাজ্যগুলি ছিনিয়ে নেওয়া হবে। তাঁরা বলেন, দেশের জন্য ফের অস্ত্র ধরতে পারি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় হিন্দু সংগ্রাম সমিতি। ঘটনার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলছে এবং তাতে আগুন ধরিয়ে দিচ্ছে।