বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে পাকিস্তানের ওপর ভারতের কঠোর অবস্থানের আবহে পশ্চিম দিকের দেশের বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে গতি বাড়াল চিন (China)। জানা যাচ্ছে, দিল্লি যেখানে ইসলামাবাদের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রেখেছে, সেই পর্যায়ে এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ হাইড্রোপাওয়ার প্রজেক্টের কাজ জোড় কদমে চালাচ্ছে চিনের রাষ্ট্রীয় সংস্থা চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।
দ্রুত শেষ হবে বাঁধ প্রকল্পের কাজ
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, 2026 সালের মধ্যে পাকিস্তানের ওই মোহমান্দ প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল চিনের। তবে যা শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই সময়সীমা এগিয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে চিনের এক জনপ্রিয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই কংক্রিট দিয়ে বাঁধ ভর্তি করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দ্রুতগতিতে কাজ শেষ করাই প্রাথমিক লক্ষ্য।
জানা যাচ্ছে, ভারতের সাথে সংঘর্ষের আবহে হঠাৎ চিন সফরে গিয়েছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী তথা দেশের বিদেশমন্ত্রী ইশাক দার। সূত্রের খবর, পাক বিদেশ মন্ত্রীর চিন সফরের কারণেই পাকিস্তানের মোহমান্দ প্রকল্পের কাজে আরও গতি এসেছে। কূটনৈতিক মহল মনে করছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এই বাঁধ প্রকল্পের কাজ শেষ করা হবে।
এক নজরে মোহমান্দ বাঁধ প্রকল্প
জানিয়ে রাখি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আসলে একটি বহুমুখী প্রকল্প। এই বিরাট পরিকল্পনার আওতায় 800 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম প্রকল্প তৈরি করা গিয়েছে। সূত্রের খবর, পাকিস্তানে যে বাঁধ তৈরির কাজে হাত লাগিয়েছে চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা, তা দিয়ে মূলত পেশোয়ারে 300 মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করা হবে। বেশ কিছু রিপোর্ট বলছে, সেচ কার্য ও বন্যা নিয়ন্ত্রণেও ওই উঁচু বাঁধটিকে ব্যবহার করা যাবে।
অবশ্যই পড়ুন: IPL-এ সাফল্যের পর এবার গন্তব্য ইংল্যান্ড, কপাল খুলল বৈভব সূর্যবংশীর
ঝুঁকি এড়াতেই জোর কদমে চলছে বাঁধ তৈরির কাজ
পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে ভারত, যার জেরে সে দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। কেননা, এই সিন্ধুর জল বন্টন চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও তার উপনদীগুলির জল দিয়েই পাকিস্তানে 80 শতাংশ সেচের কাজ হয়। ফলত, ভারত বেঁকে বসায় সে দেশে তীব্র জল জল সঙ্কট দেখা দিয়েছে। কূটনৈতিক মহলের দাবি, দিল্লি নিজের অবস্থানে অনড় থাকায় ঝুঁকি এড়াতে কার্যত চিনের হাতে পায়ে ধরে দ্রুত মোহমান্দ বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে চাইছে পাকিস্তান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |