চিনের শেষের শুরু! মূল্যযুদ্ধের কারণে ব্যাপক সঙ্কটে অটোমোবাইল শিল্প, লাভবান হবে ভারত

Published on:

China automobile industry is now in crisis

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মূল্যযুদ্ধের চাপে চিনের অটোমোবাইল শিল্প (China Automobile Industry) কার্যত প্রশ্নের মুখে দাঁড়িয়ে! সোমবার চিনের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা BYD মূল্যযুদ্ধের কারণে তাদের বৈদ্যুতিক যানবাহনের মূল্য কমিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে, আর এর পরই চিনের অন্যান্য বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সেই সাথেই ড্রাগনের দেশের গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দামও তরতর করে কমেছে।

BYD সংস্থার মূল্য হ্রাসের প্রভাব

সোমবার চিনের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা BYD তাদের সবচেয়ে সস্তার মডেল Seagull হ্যাচব্যাকের দাম প্রায় 5 শতাংশ কমিয়ে 55,800 ইউয়ান অর্থাৎ 7,765 ডলার করেছে। সংস্থাটির এমন পদক্ষেপের পরই অটোমোবাইল বাজারে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা গুলির শেয়ারও দাবানলের গতিতে কমতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চিনের অটোমোবাইল শিল্পে এমন ধাক্কা আগামী দিনের জন্য খারাপ আভাস দিচ্ছে।

কোম্পানি গুলিকে সতর্ক করা হয়েছে

চিনের বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, দেশের অটো সেক্টরে চলমান অস্থিরতা আগামী দিনগুলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। মনে করা হচ্ছে, এই মূল্যযুদ্ধের কারণে পোলেস্টারের মতো বিভিন্ন স্টার্টঅপগুলির ওপর ব্যাপক চাপ তৈরি হবে। বিশেষজ্ঞরা এও বলছেন, ভবিষ্যতে মূল্যযুদ্ধের চাপ সহ্য করতে না পেরে এই উঠতি সংস্থাগুলি ভেঙে পড়তে পারে।

এ প্রসঙ্গে শুক্রবার গ্রেট ওয়াল মোটরসের প্রেসিডেন্ট ওয়েই জিয়ানজুন সতর্ক করে বলেছেন, চিনের অটোমোবাইল সেক্টরের অবস্থা একেবারেই ভাল নয়। প্রবল সঙ্কটের মধ্যে পড়েছে এদেশের অটো সেক্টর। মূলত মূল্যযুদ্ধের কারণে, কোম্পানিগুলি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগামী দিনে এভাবে চলতে থাকলে, চিনের অটো সেক্টরের দুর্দিন শুধুই অপেক্ষার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

শেয়ার বাজারের বেহাল দশা

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মূল্যযুদ্ধের কারণে চিনের শেয়ারবাজার একপ্রকার ভেঙে পড়েছে! সোমবার হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত BYD Co Ltd-র শেয়ার মূল্য এক ধাক্কায় 8.6 শতাংশ কমেছে। অন্যদিকে চিনের আরেক জনপ্রিয় সংস্থা Geely Auto-র শেয়ারের দাম কমেছে অন্তত 9.5 শতাংশ।

একইভাবে নিও ও লিপমোটরের মতো একাধিক কোম্পানির শেয়ারের দাম 3 শতাংশ থেকে 8.5 শতাংশ পর্যন্ত কমেছে। বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক সময়ে চিনের অটোমোবাইল শিল্পে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে বহু ছোট-মাঝারি সংস্থা এক প্রকার ডুবতে বসেছে।

লাভ হবে ভারতের?

চিনে ব্যাপক মূল্যযুদ্ধের কারণে বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির শেয়ারের দাম যেভাবে কমছে, তাতে বহু বিদেশি সংস্থা মূলত ভারতের দিকে ঝুঁকবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মনে করা হচ্ছে, বৈদ্যুতিক ও অন্যান্য গাড়ির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ বাজার। যেখানে, সস্তা শ্রম ও অন্যান্য সরকারি সহায়তার সাহায্যে চিনের থেকে কম খরচে নিজেদের বাণিজ্যিক স্বার্থ পূরণ করতে পারবেন নির্মাতারা।

অবশ্যই পড়ুন: শ্রেয়সদের বিরুদ্ধে ফিরছেন দুই মহারথী! তৈরি নতুন ছক, দেখে নিন RCB-র ভয়ঙ্কর একাদশ

বেশ কয়েকটি সূত্র বলছে, মূল্য যুদ্ধের কারণে যদি চিনে উৎপাদন হ্রাস পায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে চিনা রপ্তানিকারকদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে উঠবে। আর সেই সূত্র ধরেই, ভারতের অটো মোবাইল সংস্থা থেকে শুরু করে অন্যান্য ইভি কম্পোনেন্ট নির্মাতা বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পেয়ে যাবেন। সে ক্ষেত্রে আদতে লাভ হবে ভারতের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥