LAC-তে রেলপথ তৈরির তোড়জোড় চিনের! লাদাখ সীমান্তে কড়া নজর ভারতের

Published:

China Railway Project At LAC
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের নতুন চাল চিনের! জানা যাচ্ছে, এবার লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন রেল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে বেজিং। এদিকে ড্রাগনের নতুন কৌশলের খবর পেতেই গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।

চিনের বড় পরিকল্পনা

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই রেললাইন লাসা শিগাতসে রেললাইনকে হোতানের সঙ্গে যুক্ত করবে। কাজেই, বলাই যায় এই রেললাইন চিনের জন্য কৌশলগতভাবে উত্তর পশ্চিমভাগের সঙ্গে দক্ষিণ ভাগকে জুড়বে।

তবে এসবের মাঝেই কিছুটা হলেও চিন্তা বেড়েছে নয়া দিল্লির! কারণটা অবশ্য জলের মতো পরিষ্কার। আসলে চিনের ওই রেললাইন লাদাখের প্রকৃত সীমান্ত রেখার কাছ দিয়ে চলে যাবে। যে রেলপথকে পূর্ণ রূপ দিতে একেবারে উঠে পড়ে লেগেছে ড্রাগন। যদিও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে নয়া দিল্লি।

তিব্বত পর্যন্ত যাবে রেললাইন

চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, জিনজিয়াং থেকে সরাসরি তিব্বত পর্যন্ত যাবে ওই রেললাইন। আর সেই উদ্দেশ্যে, এবার তিব্বতের গুরুত্বপূর্ণ অংশ পর্যন্ত রেললাইন বিছানোর কাজে হাত লাগাতে চলছে চিন। বলে রাখি, এই রেলপথ মূলত আকসাই চিনের মধ্যে দিয়ে যাবে।

অবশ্যই পড়ুন: লালকেল্লায় ১২তম পতাকা উত্তোলন করবেন মোদি! নেহেরু, গন্ধীদের থেকে কত পিছিয়ে নরেন্দ্র?

উল্লেখ্য, 2006 সাল নাগাদ লাসার সঙ্গে চিনের প্রথম রেল যোগাযোগ শুরু হয়। এবার দীর্ঘ অপেক্ষা কাটিয়ে সেই রেলপথ সম্প্রসারণের কাজে হাত লাগাতে চলেছে বেইজিং। মনে করা হচ্ছে, আকসাই চিন এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘেঁষে ওই রেলপথ যাওয়ার কারণে সেটি ভারত এবং চিন সীমান্তে সামরিক অস্ত্র এবং সেনা মোতায়েনের বিষয়টিকে অনেকটাই সহজ করে তুলবে। সূত্রের খবর, চলতি বছরেই ওই অংশে রেলপথ তৈরির কাজ শুরু করে দেবে চিন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join