বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পারিক শুল্ক আরোপ নীতিতে যথেষ্ট চাপে পড়েছে প্রতিবেশী দেশ, মেক্সিকো, কানাডা, চিন ও ভারত। এই 4 দেশের মধ্যে সবচেয়ে বেশি করের বোঝা চেপেছে ড্রাগনের দেশ চিনের (China) কাঁধে। হ্যাঁ, বুধবার শুল্ক সম্পর্কিত চূড়ান্ত ঘোষণায় ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকায় রপ্তানিকৃত চিনা পণ্যের ওপর 34 শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা। আর এই ঘোষণার পরই, কার্যত নড়ে চড়ে বসেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শোনা যাচ্ছে, ট্রাম্পের শুল্ক নীতি থেকে বাঁচতে এবার ভারত সহ দক্ষিণ কোরিয়া, জাপান ও মেক্সিকোর মতো প্রতিবেশী দেশগুলির সাথে সখ্যতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন জিনপিং।
কীভাবে বাঁচবে চিন?
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার নব নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নয়া শুল্কনীতি বিশ্বজুড়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বিরাট বদল আনতে পারে। এহেন পরিস্থিতিতে, চিন মূলত এশিয়ার দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করার পথে হেঁটেছে।
ট্রাম্পের বাণিজ্য শুল্কের চাপ কমাতে দ্বিতীয় কোনও বিকল্প নেই চিনের, তাই অগত্যা ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো একাধিক প্রতিবেশী দেশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ড্রাগনের দেশ।
ভারতীয় পণ্য কিনতে প্রস্তুত চিন
আমেরিকার সাথে বাণিজ্য যথেষ্ট ব্যয়বহুল হবে, তাই বিকল্প চিন্তা হিসেবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার কথা ভাবছে চিন। বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, আমেরিকার পারস্পারিক শুল্ক আরোপ নীতির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগের মাঝে ভারতের কাছ থেকে পণ্য কেনার ইচ্ছা প্রকাশ করেছে জিনপিংয়ের দেশ। সূত্র বলছে, দুঃসময়ে ভারতের সাথে সখ্যতা বৃদ্ধি করে ক্ষমতা বাড়ানোর সুযোগ হাতছাড়া করতে চায় না চিনের সরকার।
মূলত প্রতিবেশী দেশগুলির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে আমেরিকার করের বোঝা ফাঁকি দেওয়ার চিন্তা চিনের! সম্প্রতি ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জুফেইহং জানিয়েছেন, ভারতের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে ও বিশ্বের বাজারে অর্থনৈতিক দিক থেকে যৌথভাবে এগিয়ে যেতে চাইছি। চিন বর্তমানে ভারতীয় পণ্য আমদানি করতে প্রস্তুত।
জানা গিয়েছে, প্রেসিডেন্ট জিনপিংও শেষমেষ ভারতের সাথে সম্পর্ক মজবুত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে সখ্যতা বজায় রেখে বাণিজ্য বৃদ্ধির দিকেই নজর দিতে চাইছে বেইজিং।
অবশ্যই পড়ুন: ‘ভারত কী’ ইউনূসকে বুঝিয়ে দিলেন জয়শঙ্কর
পাঁচ বছরে 3 দেশের বড় বৈঠক এই প্রথম
আমেরিকার শুল্ক আরোপ নীতির প্যাঁচে পড়ে একেবারে লেজে-গোবরে অবস্থা চিনের। তাই কোনও মতে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে, ভারত ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে দ্রুত সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে চিন। সূত্রের খবর, দীর্ঘ পাঁচ বছরের মধ্যে প্রথমবারের জন্য আগামী রবিবার অর্থনীতি বিষয়ক একটি বৈঠকে বসতে পারে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |