সুটকেসের মতো সাইজ, জল ছাড়া ধোয়া যাবে কাপড়! নতুন ওয়াশিং মেশিন তৈরি করল চিন

Published on:

China Washing Machine Without Water-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে জল ছাড়াই ধোয়া যাবে জামা কাপড়! উন্নত ওয়াশিং মেশিন তৈরি করে পথ দেখাল চিন (Washing Machine Without Water)। জানা যাচ্ছে, চিনের বিজ্ঞানীরা যে ওয়াশিং মেশিনটি তৈরি করেছেন তা মহাকাশেও ব্যবহার করা যেতে পারে। আসলে, মহাশূন্যে জলের অভাবকে সামনে রেখে মহাকাশচারীদের জন্যই এই বিশেষ কাপড় ধোয়ার যন্ত্র তৈরি করলেন ড্রাগনের দেশের বিজ্ঞানীরা।

শিশিরের শীতলতা ব্যবহার করেই কাপড় ধোবে এই মেশিন

সাউথ চায়না মর্নিং পোষ্টের রিপোর্ট অনুযায়ী, চিনের বিজ্ঞানীরা যে উন্নত প্রযুক্তির ওয়াশিং মেশিনটি তৈরি করেছেন, সেটি মূলত শিশির এবং ওজোনের শীতলতাকে ব্যবহার করে মহাকাশচারীদের নোংরা জামা কাপড় ধুয়ে দেবে। জানা যাচ্ছে, ওজনের দিক থেকেও মেশিনটি চিরাচরিত ওয়াশিং মেশিনগুলির তুলনায় অনেকটাই ছোট।

ওয়াশিং মেশিনটির বৈশিষ্ট্য

রিপোর্ট বলছে, বেইজিংয়ের গবেষক দলের হাত ধরে তৈরি মহাকাশচারীদের নতুন ওয়াশিং মেশিনটির ওজন মাত্র 12 কেজি। তবে অল্প ওজনের হলেও, একবারে এই ওয়াশিং মেশিনে 800 গ্রাম কাপড় ধোয়া যাবে। মেশিনটির ডিজাইন খানিকটা স্যুটকেসের মতোই, যা হাতে করে বহন করতে পারবেন মহাকাশচারীরা।

চিনের গবেষক দলের কথায়, এই ওয়াশিং মেশিনে 1.3 তরল আউস ডিটারজেন্ট যোগ করে সহজেই কাপড় ধোয়া যাবে। এদিকে রিপোর্ট বলছে, ডিটারজেন্টের পরিবর্তে এই মেশিন অতিবেগুনি রশ্মি উৎপন্ন করে কাপড়ের মধ্যে থাকা জীবাণু বিনাশ করতে সক্ষম। বিজ্ঞানীরা বলছেন, এই বিশেষ মেশিন তৈরির ফলে মহাকাশচারীদের এবার থেকে 60 শতাংশ কম পোশাক বহন করতে পারবেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: মাঠে ডিম পেড়েছে পাখি, ২৮ দিনের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

কাপড় ধুতে কতটা সময় নেবে এই মেশিন?

চিনের ওই গবেষক দলের দাবি, 12 কেজি ওজনের ওয়াশিং মেশিনটিতে একসাথে 800 গ্রাম জামাকাপড় দেওয়া হলে সেটি ঠিক 30 মিনিটের মধ্যে তার কাজ শেষ করবে। অর্থাৎ, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত জামাকাপড় ধুয়ে দেবে মেশিনটি।

এই ওয়াশিং মেশিন মূলত 4টি প্রক্রিয়ায় কাজ করে।

মেশিনটিতে কাপড় রাখার পর সেটি প্রথম ধাপে কুয়াশা থেকে শীতলতা গ্রহণ করার পর দ্বিতীয় ধাপে, ওজোনস্তর থেকে প্রয়োজনীয় উপাদানটুকু গ্রহণ করে নেবে। এরপর তৃতীয় পর্বে মেশিনটি নিজেই অতিবেগুনি রশ্মি তৈরি করে কাপড়টিকে জীবাণুমুক্ত করে সবশেষে অর্থাৎ চতুর্থ ধাপে সেটিকে নিজে থেকেই শুকিয়ে দেবে। বিজ্ঞানীদের দাবি, এই মেশিন শুধুমাত্র মহাকাশচারীদের জন্যই তৈরি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥