বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপার বাংলায় হাসিনার জামানা শেষ হতেই ক্রমশ কাছাকাছি এসেছে চিন-বাংলাদেশ (Bangladesh)। মূলত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষেত্রে চাঙ্গা হয়ে উঠতে চিনের হাত শক্ত করে ধরেছেন পদ্মা পাড়ের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তবে সেই সব কিছুর ফাঁকেই চলছে ভারতের বিরুদ্ধে কুচুটে পরিকল্পনা! যার আভাস ইউনূসের চিন সফর থেকেই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে, ভারতকে ফাঁপরে ফেলতে উদগ্রীব হয়ে ওঠা ইউনূস এবার বাড়বাড়ন্তের সব সীমা অতিক্রম করেছেন!
সূত্রের খবর, অতি সম্প্রতি ওপার বাংলার আমন্ত্রণ পেয়ে ঢাকায় পৌঁছেছিলেন বেশ কয়েকজন চিনা আধিকারিক। জানা যাচ্ছে, বাংলাদেশে পৌঁছে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করার পর ভারতের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর লাগোয়া বাংলাদেশের লালমনিরহাটে নির্মীয়মান বিমানঘাঁটি পরিদর্শন করেছেন তাঁরা। ভারতীয় গোয়েন্দা সংস্থা মারফত খবর, চিনের পরিদর্শকরা সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের পাশাপাশি চিকেন-নেক অঞ্চলও পরিদর্শন করেছিলেন। যা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের।
ভারতের উদ্বেগ বাড়ার কারণ
সাম্প্রতিক সময়ে চিনের সাথে হাত মিলিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করে চলেছেন মহম্মদ ইউনূস। গত মার্চ মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর তৈরির জন্য চিনের সাহায্য চেয়েছিল বাংলাদেশ। সেই সূত্রেই, বাংলাদেশে বারংবার আসা-যাওয়া চিনা কর্মকর্তাদের। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই বিমান ঘাঁটিটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। মূলত উত্তর-পূর্ব ভারতকে দিল্লির সাথে সংযুক্ত রাখা শিলিগুড়ি করিডোর সম্পর্কে অতি সম্প্রতি ইউনূস যে মন্তব্য করেছিলেন তা ভারতের উদ্বেগ আরও অনেকটা চওড়া করেছে।
বাংলাদেশের বিমান ঘাঁটিতে নজর রেখেছে ভারত!
বেশকিছু সরকারি সূত্র অনুযায়ী, বাংলাদেশের লালমনিরহাটের বিমানবন্দরে আদতে কী কী কার্যকলাপ চলছে সেদিকে নজর রয়েছে ভারতীয় সংস্থাগুলির। ইউনূস চিনের হাত ধরে সেই বিমান ঘাঁটিটি সাধারণ নাগরিকদের বিমান চলাচলের জন্য ব্যবহার করবেন নাকি যুদ্ধবিমান রাখার জন্য বিবেচনা করা হবে সেসব বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে আনবে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
অবশ্যই পড়ুন: মে মাসের তৃতীয় সপ্তাহে লটারিতেই ভাগ্য ফিরবে এই ৭ রাশির! বাকিদের অবস্থা কেমন? দেখে নিন
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের চিকেন নেক ঘেঁষে বাংলাদেশ যে বিমানবন্দর পরিকল্পনা করেছে তাতে চিনের নাক গলানো মানেই ভারতের জন্য অশনি সংকেত। তাছাড়াও, সাম্প্রতিক সময়ে আহাম্মক ইউনূস ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে চিনের মদদ চিন্তা বাড়িয়েছে অনেকটাই।কাজেই, ভারতকে প্যাঁচে ফেলতে বাংলাদেশ কতদূর যেতে পারে তার কিছুটা আন্দাজ নিয়ে রাখতে চাইছে দিল্লি! তবে পরবর্তীতে এদেশের বিরুদ্ধে বিরূপ কোনও ফন্দি আঁটলে পরিনাম যে খুব একটা ভাল হবে না, তা পাকিস্তানকে দেখেই বুঝে গিয়েছেন শান্তিতে নোবেল জয়ী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |