অবশেষে জেল মুক্তি! ৬ মাস পর জামিল পেল চিন্ময় কৃষ্ণ দাস

Published on:

Chinmay Krishna Das

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে সম্প্রতি ঘটে চলা রাজনৈতিক টালমাটাল আবহের মধ্যে মুক্তি পেল বিতর্কিত দেশদ্রোহিতা মামলায় গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmay Krishna Das)। সূত্রের খবর, দীর্ঘদিন বিচারাধীন থাকার পর বুধবার হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান এবং বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে দেন। আর এই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের আমজনতা।

কে এই চিন্ময় কৃষ্ণ দাস?

চিন্ময় কৃষ্ণ দাস ছিলেন একজন হিন্দু ধর্ম প্রচারক এবং সন্ন্যাসী। তিনি বাংলাদেশ ও ভারতে মানবতা ও ধর্মীয় সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বিগত বছরের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর সেখানে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগ ওঠে। এহেন আবহে চিন্ময় কৃষ্ণ দাস তখন প্রকাশ্যে প্রতিবাদ জানাতে শুরু করেন।

গ্রেফতারের পিছনে কারণ কী?

আসলে গত 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। অভিযোগ ছিল, তিনি নাকি সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কিছু মন্তব্য করেছিলেন। যদিও তার অনুগামীরা দাবী করছিল, কেবলমাত্র মানবাধিকারের পক্ষে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতেই তিনি সওয়াল দিয়েছিলেন। আর এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই গোটা ভারতের হাওয়া গরম হয়ে ওঠে। কলকাতা, মুম্বাই, পুনে সহ বিভিন্ন শহরে প্রতিবাদের মিছিলও শুরু হয়। 

আদালত চত্বরে সংঘর্ষ এবং হুমকি

এদিকে 27 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে যখন চট্টগ্রাম আদালতে পেশ করা হয়, তখন আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি আইনজীবী সংঘর্ষে প্রাণও হারান। এরপর 11 ডিসেম্বর তার মামলা শুনানির দিনে দেখা যায় যে, চিন্ময়ের পক্ষে কেউই আদালতে দাঁড়াতে রাজি হননি। কারণ যে কয়জন আইনজীবী তার পক্ষে সওয়াল করতে চেয়েছিলেন, তাদের দেওয়া হয় মৃত্যুর হুমকি দেওয়া হয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ওয়াকফ নিয়ে নয়া মামলা নয়! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

অবশেষে মিলল জামিনের রায়

অবশেষে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে শেষ পর্যন্ত কয়েকজন সাহসী আইনজীবী দাঁড়ান। আর তাদের যুক্তি ছিল, এই মামলা আদতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যেই চলছে। অবশেষে আদালত সবদিক বিচার করে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন মঞ্জুর করে দেয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥