বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে গৃহযুদ্ধ? ভারতের বিরুদ্ধে অন্যায়ের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পাচ্ছে পাকিস্তান (Pakistan)! এহেন আবহে পশ্চিম দিকের দেশ থেকে ভেসে আসছে বড় খবর! শোনা যাচ্ছে, পাক সেনা কর্মীদের সাথে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন পুলিশ কর্মীরা। একে অপরের দিকে বন্দুক তাক করে লড়াইয়ের আহ্বান জানাচ্ছেন দুপক্ষই! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সেই বচসার দৃশ্য সামনে এনেছে।
ভাইরাল সেই ভিডিওটিতে পাক সেনা কর্মীদের উদ্দেশ্য পুলিশকে বলতে শোনা যায়, ‘কাশ্মীরে যা…. এখানে পাঞ্জাবিরাই বদমাশি করছে! তোদের সেনা প্রধানকে জুতোর তলায় রাখি..!’ এমন একাধিক বাক্য বিনিময়ের মাধ্যমে তুমুল বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানের পাখতুনখোয়াতে! কিন্তু কেন তৈরি হল এমন পরিস্থিতি? জানব ঘটনার গোড়া থেকে।
তুমুল বচসার কারণ
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পাখতুনখোয়ার একটি থানায় পৌঁছেছিলেন পাকিস্তানি সেনাকর্মীরা। খুব সম্ভবত কোনও কর্তব্যের খাতিরে ওই পুলিশ স্টেশনে হাজির হয়েছিলেন সেনা জাওয়ানরা। তবে জানা যায়, দেশের নিরাপত্তা রক্ষীদের থানায় ঢুকতে দেওয়া তো দূর, বরং তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন স্থানীয় পুলিশ আধিকারিক থেকে শুরু করে কর্মী সকলেই! একেবারে কড়া ভাষায় পাক সেনা কর্মীদের জানিয়ে দেয়া হয় তাঁরা যেন এই তল্লাট ছেড়ে বেরিয়ে যায়। আর এর পরই ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে পরিস্থিতি।
অবশ্যই পড়ুন: সিন্ধুর জল অতীত, দেশের খাল নিয়ে বিপাকে পাকিস্তান! বন্ধ সেনার ৩০০ কোটির প্রকল্প
ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাখতুনখোয়ার এক থানার ছাদ থেকে সেনাদের উদ্দেশ্যে বন্দুক তাক করে রয়েছেন পুলিশ কর্মীরা। দেশের নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে ছোঁড়া হচ্ছে একের পর এক অকথ্য বাক্য! ভাইরাল ওই ভিডিওটিতে পাক পুলিশ কর্মীদের বলতে শোনা যায়, মাথা খারাপ হয়েছে নাকি? যা কাশ্মীরে যা না! এখানে কী করতে এসেছিস? তোদের জেনারেল এখানে এসেও কিছু করতে পারবে না! ওই জেনারেলকে আমরা পায়ের বুটের তলায় রাখি। যতসব ফালতু কথা বলা! মাথায় রেখো এটা লাকি মারওয়াত পুলিশ!
গোটা ভিডিওতে থানার ছাদ থেকে সেনা কর্মীদের দিকে বন্দুক তাক করে একের পর এক কু বাক্য প্রয়োগ করতে দেখা গিয়েছিল পাঠান পোশাকে থাকা বন্দুকধারীদের। তাঁরা কি আদৌ পুলিশ? সন্দেহ রয়েছে অনেকেরই। তবে ভিডিওটিতে নিচে দাঁড়িয়ে থাকা সেনা কর্মীদের তরফে পাল্টা কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং পাঠানের বেশে থাকা পুলিশ কর্মীদের চাপে পড়ে শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হয় পাক সেনা। যেই দৃশ্য প্রকাশ্যে আসতেই ফের হাসির খোরাক হয়েছে পাকিস্তান।
???????? ????????????????????????????????: Tensions between the Khyber Pakhtunkhwa Police and the Pakistan Army in Lakki Marwat, Khyber Pakhtunkhwa. In a video circulating on twitter, a police officer is heard telling the army, ‘Go to Kashmir, what are you doing here? Even your General can’t do… pic.twitter.com/gZIU5fwJ6G
— Conflict Monitor (@ConflictMoniter) April 30, 2025