প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ নেয় ভারতীয় সেনাবাহিনী। ২৫ মিনিট ধরে অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গিঘাঁটি। ব্যবহার করা হয় ২৪ টি ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে মৃত্যু হয় প্রায় ১০০ জন জঙ্গির। আহত প্রায় শতাধিক। আচমকা এত বড় বিস্ফোরণের পর রীতিমত আতঙ্কিত সেখানকার স্থানীয়রা। এমনকি ফের ভারত জঙ্গি দমনে অভিযান চালাতে পারে বলে মনে করছেন তাঁরা। আর তারই মধ্যে আজ সকালে লাহোরে (Lahore) বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সকলে।
সকাল সকাল লাহোরে বিস্ফোরণ | Lahore Blast |
পাকিস্তানে জঙ্গিদমনে ভারতের অপারেশন সিঁদুর দারুণ সাফল্য পাওয়ার পর রীতিমত ভয়ে কুঁকড়ে গিয়েছে পাকিস্তান। আতঙ্কের মধ্যে দিন রাত কাটাতে হচ্ছে। আর এই আবহেই আজ ফের সকালে পর পর বিস্ফোরণে আতঙ্ক ছড়াল ভারত সীমান্ত লাগোয়া পাক শহর লাহোরে। বিশেষ সূত্র মাধ্যম জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন এর কাছে পর পর কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। যার দরুন ফের আতঙ্কের আমেজ তৈরি হয়। এদিকে ঘটনাচক্রে ভারতের তরফ থেকে জানা যায় এদিন পাকিস্তানে তাঁরা কোনও জঙ্গিদমন অভিযান চালায়নি।
পাকিস্তানের ১৫ জায়গায় বিস্ফোরণ
ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত লাহৌর বিমানবন্দর। কিন্তু ভারতের জঙ্গি দমনের অভিযানের আবহে লাহোর বিমানবন্দর সাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। সেখানে এখন শুধুই মহড়া দিচ্ছে পাকিস্তানি বিমানবাহিনী। তাই কোনোভাবেই ভারতের হামলার প্রশ্নই উঠছে না। এদিকে শুধু লাহোর নয় আজ সকালে রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। পাকিস্তানের ১০টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতাও ছিল যথেষ্ট। কিন্তু এই বিস্ফোরণের নেপথ্যে কারা ছিল সেই নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ভারত, পাকিস্তানের উত্তেজনায় বিরাট আর্থিক ক্ষতি বাংলাদেশের! বড় ধস শেয়ার বাজারে
ওদিকে সাতসকালে লাহোরে বিস্ফোরণের কারণে ৪ জন পাকিস্তানি জওয়ান আক্রান্ত হয়েছে। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে পাকিস্তান সেনার ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই বিস্ফোরণ ড্রোনের মাধ্যমে করা হয়েছে। যদিও, এতে ভারত যোগের কোনও প্রমাণ দিতে পারেননী শরিফ। ওদিকে প্রায় কাঁদো কাঁদো সুরেই নিজের জওয়ানদের আহত হওয়ার খবর জানিয়েছেন তিনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |