ইউনূসের চিন প্ল্যানের পাল্টা দাওয়াই! এবার বাংলাদেশের ঘাড় চেপে ধরবে ভারত

Published:

Bangladesh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পদ্মপাড়ের দেশে (Bangladesh) মহম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই তিনি ভারত বিরোধী সুর গেয়ে চলেছে। একের পর এক কূটনৈতিক কারসাজি আঁটছে শান্তিতে নোবেলজয়ী ইউনূস। আর এবার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে আরও এক খবর। শোনা যাচ্ছে, বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে পুরনো একটি এয়ারবেস চালু করার উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। আর যার নেপথ্যে রয়েছে চিনের সামরিক সাহায্য।

আসলে এয়ারবেসটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ, চিন যদি এখানে সামরিক সাহায্য করে, তাহলে ভারতের হৃদপিণ্ড ‘চিকেন নেক’ তথা শিলিগুড়ি করিডর হুমকির মুখে পড়বে। হ্যাঁ, এই করিডর উত্তর-পূর্ব ভারতের সাত-সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাখে, যা 22 কিলোমিটার দীর্ঘ। আর এই খবর ছড়িয়ে পড়তেই জোর জল্পনা শুরু হয়েছে ভারতের কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে। 

সক্রিয় হয়ে উঠছে ত্রিপুরার কৈলাসহর এয়ারবেস

তবে চিনের পরিকল্পনায় জল ঢালতে ভারত এখন সক্রিয় করে তুলছে ত্রিপুরার কৈলাসহর এয়ারবেসকে। সূত্রের খবর, এই বিমানবন্দরটি 1990-র দশকে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এটিকে আবার নতুন করে গড়ে তোলার কাজ চলছে। আর এখন থেকে ভবিষ্যতে শুধুমাত্র বেসরকারি বিমান নয়, বরং ভারতের যুদ্ধবিমানও উড়তে পারবে এখান দিয়ে।

প্রসঙ্গত, এই এয়ারবেসের সঙ্গে ইতিহাসের গন্ধও লেগে রয়েছে। 1971-র মুক্তিযুদ্ধের সময় এখান থেকেই ‘কিলো ফ্লাইট’ নামের একটি বিশেষ বিমান ইউনিট প্রথম পাকিস্তানের বিরুদ্ধে উড়েছিল। আর এটিই ছিল পদ্মাপাড়ের দেশের বিমান পরিষেবার সূচনা। 

চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনূস

শেখ হাসিনা জমানায় ভারত-বাংলাদেশের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণই ছিল। তবে মহম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই যেন সেই সম্পর্ক আরো জটিল হয়ে উঠছে। একের পর এক ভারত বিরোধী গান শোনা যাচ্ছে ইউনূসের গলায়। এমনকি চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার চেষ্টা করছে তিনি। প্রসঙ্গত, লালমনিরহাটে চিনের সাহায্যে সামরিক ঘাঁটি তৈরি হলে তা শুধু ভারত নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার টনক নাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ গরমের ছুটিতে দিঘা যাওয়ার আগে সাবধান! নামা যাবে না সমুদ্রে, জারি নির্দেশিকা

ভারতের পাল্টা প্রস্তুতি

তবে জানিয়ে রাখি, চিনের এই আগ্রাসী কৌশলকে ভেস্তে দিতে ভারত শুধুমাত্র বিমান ঘাঁটি নয়, বরং প্রতিরক্ষা খাতেও চালাচ্ছে বিরাট উন্নয়ন। সূত্রের খবর, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় দেশের প্রথম পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট AMCA নির্মাণের জন্য সিলমোহর দিয়েছেন। আর এই বিমান তৈরি হবে সম্পূর্ণ ভারতের নিজস্ব প্রযুক্তিতে, যা চিনের যেকোনো আক্রমণকে পাল্টা জবাব দিতে রেডি থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join