বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটি দেশের জীবনযাত্রার মান মূলত নির্ধারণ করা হয় দেশটির স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা, আয় এবং ব্যয়, দূষণের মাত্রা, পরিকাঠামো, বাসযোগ্যতা সহ আরও বেশ কয়েকটি আদর্শ বিষয়ের উপর। অপরদিকে রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দুর্বল ওয়েলফেয়ার সিস্টেমের কারণে জনসাধারণের বসবাসের অযোগ্য হয়ে পড়ে দেশগুলি।
2025 কান্ট্রিস উইথ লোয়েস্ট কোয়ালিটি অফ লাইফ (Countries With Lowest Quality Of Life) র্যাঙ্কিংস বলছে, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলি মানুষের বসবাসের জন্য একেবারে অযোগ্য। সেই তুলনায় পাকিস্তান কিছুটা হলেও যোগ্য বলেই ধরা হচ্ছে। তাহলে বসবাসযোগ্য দেশগুলির তালিকায় ভারতের অবস্থান কততে?
প্রথম 10 বসবাসের অযোগ্য দেশ!
মানি কন্ট্রোলের প্রতিবেদনে প্রকাশিত টেন কান্ট্রিস উইথ লোয়েস্ট কোয়ালিটি অফ লাইফ অনুযায়ী, নাইজেরিয়ার জীবনযাত্রার মানসূচক সব থেকে কম, 15.6। অর্থাৎ এই দেশ মানুষের বসবাসের জন্য একেবারেই যোগ্য নয়। এরপর তালিকার দ্বিতীয় স্থানে নাম আসে ভেনেজুয়েলার। এই দেশটির জীবন যাত্রার মানসূচক 73.7। এরপর সাধারণ মানুষের বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ওপার বাংলার জীবনযাত্রার মান সূচক মাত্র 77।
রিপোর্ট বলছে, স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক সমস্যা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের মতো একাধিক চ্যালেঞ্জ এবং জনবহুল শহরের কারণে বাংলাদেশের জীবনযাত্রার মান একেবারেই নিম্ন। এছাড়াও প্রথম দশের তালিকায় চতুর্থ নম্বর রয়েছে ভারতের আরেক প্রতিবেশী শ্রীলঙ্কা। এই দেশটির জীবনযাত্রার মানসূচক মাত্র, 82.8। এছাড়াও প্রথম দশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, ইজিপ্ট (83.2), ষষ্ঠ স্থানে রয়েছে ইরান (86.7), সপ্তম স্থানে রয়েছে পেরু (90.7), অষ্টম স্থানে রয়েছে কেনিয়া (95.4), নবম স্থানে রয়েছে ভিয়েতনাম (96.6) এবং দশম স্থানে রয়েছে ফিলিপাইন। এই দেশটির জীবনযাত্রার মানসূচক 98.1।
অবশ্যই পড়ুন: তৈরি হবে তাজপুর-রঘুনাথপুর আর্থিক করিডোর, ২০০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার
ভারত, পাকিস্তানের অবস্থান কততে?
বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য দেশগুলির তালিকায় 14 নম্বর রয়েছে ইসলামের দেশ পাকিস্তান। অর্থনীতির বেহাল দশা, দুর্বল চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে অনুন্নত শিক্ষা ব্যবস্থা, মুদ্রাস্ফীতি, সুশাসনের অভাবে পাকিস্তান বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য দেশ হয়ে উঠেছে। বলে রাখি, পশ্চিমের দেশের জীবনযাত্রার মানসূচক 105.7। এবার আসি ভারতের প্রসঙ্গে। বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ ভারত এই তালিকায় 28 নম্বর রয়েছে। এদেশের জীবনযাত্রার মানসূচক 124.4। মূলত, পরিকাঠামের উন্নতি, ডিজিটালাইজেশন, শক্তিশালী অর্থনীতি সহ বেশ কিছু কারণে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে ভারতের। তবে জনসংখ্যার চাপ, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কিছু সমস্যা এবং গ্রামীন ও নগরজীবনে জীবনযাত্রার মানে বৈষম্য ভারতের জন্য উদ্বেগের। তবে জীবনযাত্রার মান র্যাঙ্কিংয়ে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত।