সাকিব সহ ১৫ জন ছাড়তে পারবেন না বাংলাদেশ! চূড়ান্ত নির্দেশিকা কোর্টের

Published:

Shakib Al Hasan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: শেয়ার বাজারে শত শত কোটি টাকার দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদের অভিযোগে ওপার বাংলার তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan) সহ মোট 15 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। হ্যাঁ, সোমবার ঢাকার মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ মহম্মদ জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এই বিরাট সিদ্ধান্তের পথে হাঁটেন। 

সূত্র বলছে, মামলাটি আদালতে উপস্থাপন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বিরাট অংকের অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে এবং আইন অমান্য করেই বিপুল পরিমাণে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে এখনও তল্লাশি চলছে।

কারা কারা পড়লেন এই নিষেধাজ্ঞার তালিকায়?

সূত্র বলছে, এই তালিকায় সাকিবের পাশাপাশি রয়েছে আরও 14 জন। এমনকি তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। তালিকায় পড়ছে সাকিব আল হাসান, মহম্মদ আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, মহম্মদ বাশার, কনিকা আফরোজ, আব্দুল কালাম মাদবর, কাজী ফুয়াদ হাসান, সাজেদ মাদবর, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মাতিন, আলেয়া বেগম, তানভীর নিজাম, মহম্মদ হুমায়ুন কবির, মহম্মদ জাহিদ জামাল এবং শিরিন আক্তার। 

আরও পড়ুনঃ ঘুরল খেলা, রথের আগে অনেকটাই দাম কমল সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তিরা সরকারি বিধি-নিষেধ লঙ্ঘন করে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে নিয়েছে। এমনকি এই অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করেছে বেআইনিভাবে। সেই সঙ্গে বিপুল পরিমাণে বহির্ভূত অবৈধ সম্পদও অর্জন করেছে। 

যেহেতু এই তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই প্রমাণ লোপাট বা বিদেশি পলায়নের আশঙ্কা থেকে যাচ্ছে। আর সে কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনানির পর বিচারক আবেদন গ্রহণ করেই এই নির্দেশের পথে হাঁটেন। এখন দেখার, তদন্তে আরো কী কী তথ্য উঠে আসে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join