বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইজরায়েলের রোষে পড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের আবাসক্ষেত্র গাজা। বার্তা সংস্থা Anadolu Ajansi-এর রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘন্টায় ইজরায়েলি হামলায় 134 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
আর এই নিয়ে এখনও পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 59 হাজার 29 জনে। এছাড়াও রিপোর্ট বলছে, সহায়তা নেওয়ার সময়কালে ইজরায়েল সেনাবাহিনীর হামলায় আরও 99 জনের প্রাণ গিয়েছে।
মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়
বার্তা সংস্থা Anadolu-এর রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘন্টায় ইজরায়েলের ভয়াবহ হামলায় মৃত্যুর সংখ্যা মিলিয়ে এখনও পর্যন্ত 59 হাজার 29 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধকে গণহত্যামূলক অভিযান বলে অভিহিত করেছে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়।
24 ঘন্টায় আহতদের সংখ্যা হাজার পার
গতকাল অর্থাৎ সোমবার বিবৃতি জারি করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাবি করে, শুধুমাত্র গত 24 ঘন্টায় ইজরায়েলের ভয়াবহ হামলার কারণে 134 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে 1 হাজার 155 জন। আর সেই সূত্র ধরেই, সব মিলিয়ে ইজরায়েল সেনাবাহিনীর রোষে পড়ে মোট আহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 1 লাখ 42 হাজার 135-এ। যা সত্যিই হৃদয়বিদারক!
অবশ্যই পড়ুন: দীর্ঘ ৫ সপ্তাহ পড়েছিল কেরলে, অবশেষে উড়ল ব্রিটিশ নৌবাহিনীর F-35B যুদ্ধবিমান
প্রসঙ্গত, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় এও দাবি করেছে, গত 24 ঘণ্টার মধ্যে হওয়া ইজরায়েলি হামলার কারণে বহু লাশ ধ্বংসস্তূপে কিংবা রাস্তার ধারে দুর্গম অঞ্চলে চাপা পড়ে রয়েছে। একাধিক সমস্যার কারণে সেই সব অঞ্চলে পৌঁছে উদ্ধারকার্য চালাতে পারছে না উদ্ধারকারী দল। বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর সংখ্যা আগামী কয়েক ঘন্টায় আরও বাড়বে!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |