বিক্রম ব্যানার্জী, কলকাতা: হুঁশিয়ারি দিয়েছিলেন বহু আগেই। এবার সেই মতোই চিনের উপর দাদাগিরি দেখালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On China)। শুক্রবারই, শি জিনপিংয়ের দেশের উপর অতিরিক্ত 100 শতাংশ শুল্ক চাপালেন আমেরিকার শাসক। জানা যাচ্ছে, আগামী 1 নভেম্বর থেকেই এই শুল্ক কার্যকর হয়ে যাবে। বলা বাহুল্য, চিনের উপর আগেই 40 শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এবার তার উপরই অতিরিক্ত শুল্ক হিসেবে 100 শতাংশ মিলিয়ে ড্রাগনকে মোট 140 শতাংশ শুল্কের ধাক্কা দিল ওয়াশিংটন ডিসি।
কেন হঠাৎ এমন বড় পদক্ষেপ নিলেন ট্রাম্প?
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিনের বিরুদ্ধে গোটা বিশ্বের বাণিজ্য রপ্তানি নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, চিন বাণিজ্য সঙ্গী দেশগুলিকে রপ্তানি নিয়ন্ত্রণের চিঠি দিয়েছেন। তাতে নাকি বলা হয়েছে, বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ করতে চায় বেইজিং। এক কথায়, বিরল খনিজ রপ্তানির উপর চিনের নিয়ন্ত্রণ কায়েমের ইচ্ছেতেই চটে গিয়েছেন ট্রাম্প। আর তারপরই, নিজের ট্রুথ সোশালে আমেরিকান প্রেসিডেন্ট লিখেছেন, ‘চিনের এমন সিদ্ধান্তে প্রভাবিত হতে পারতো গোটা বিশ্ব।’ ট্রাম্পের বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্য চিনের একচেটিয়া দাদাগিরি আটকাতেই এমন পদক্ষেপ নিয়েছে আমেরিকা।
পুরনো সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প!
কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্টের গলায় শোনা গিয়েছিল, তিনি নাকি 90 দিনের আগে চিনের উপর কোনও অতিরিক্ত শুল্ক চালাবেন না। বলা হয়েছিল, ‘আগামী 10 নভেম্বর রাত 12 টা বেজে 1 মিনিটের আগে পর্যন্ত ড্রাগনের উপর শুল্ক চাপাবে না আমেরিকা।’ কিন্তু সেই সিদ্ধান্তের পরও পুরনো প্রতিশ্রুতি থেকে সরে গেলেন ট্রাম্প। বেঁধে দেওয়া সময়কালের আগেই বেইজিংয়ের উপর অতিরিক্ত 100 শতাংশ শুল্ক চাপালেন আমেরিকান প্রেসিডেন্ট।
অবশ্যই পড়ুন: টানা ২০ ঘণ্টা ধরে তল্লাশি! মধ্যরাতে সুজিতের অফিস ছাড়ে ED, কী মিলল?
উল্লেখ্য, চিনের উপর ট্রাম্পের অতিরিক্ত 100 শতাংশ শুল্ক আগামী নভেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ঠিকই, তবে এর মাঝে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা। ট্রাম্প বলেছেন, তাঁর এমন পদক্ষেপের পর চিন যদি পাল্টা কোনও কঠিন পদক্ষেপ নেয়, তবে সদ্য চাপানো 100 শতাংশ শুল্ক অক্টোবরেই কার্যকর হয়ে যাবে। এদিকে চলতি মাসের শেষেই দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করার কথা ছিল ট্রাম্পের। শুল্কযুদ্ধের কারণে এবার সেটাও বাতিল হয়ে গেল।