আমেরিকার পর, ভারতের উপর শুল্ক চাপাবে ইউরোপের দেশগুলিও? উস্কানি খোদ ট্রাম্পের!

Published on:

Donald Trump On India He is pressuring European countries to impose tariffs on India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়ে বীরত্ব দেখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On India)। এদিকে মুখে বারবার রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ বন্ধের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট।

এমতাবস্থায়, শুল্ক চাপানোর পরও ভারতের সাথে পেরে না ওঠায়, এবার ইউরোপীয় দেশগুলিকে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর একই রকম শুল্ক চাপানোর জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। যা বারবার নয়া দিল্লির প্রতি ওয়াশিংটন ডিসির বিরক্তিকেই প্রকাশ করেছে।

ভারতের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলিকে খেপিয়ে তুলছেন ট্রাম্প!

ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর আমেরিকার মতোই সমান নিষেধাজ্ঞা চাপানোর জন্য ইউরোপীয় দেশগুলিকে বোঝাচ্ছে হোয়াইট হাউস। রিপোর্ট বলছে, নয়া দিল্লি থেকে কেনা তেল, গ্যাস থেকে শুরু করে অন্যান্য পণ্যের উপর ইউরোপের দেশগুলিকে চড়া শুল্ক চাপানোর জন্য উষ্কাচ্ছেন ট্রাম্প।

এদিকে, ভারতের প্রতি আমেরিকার এমন অবিচার মুখ বুজে সহ্য করছে ইউরোপিয়ান দেশগুলি। যদিও প্রকাশ্যে ট্রাম্পের এমন শুল্ক পদক্ষেপের বিরোধিতা না করলেও এমন সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থনও করছে না তারা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: আমেরিকা নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে ভারত! মোদিকে ফোনে কাতর আর্জি জেলেনস্কির

ট্রাম্প ভারতের উপর এই কারণে ক্ষুব্ধ

আমেরিকার সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করে এসেছেন, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ট্রাম্প বলেন, এই দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারতো, কিন্তু আমরা তা হতে দিইনি।

যদিও ট্রাম্পের এমন দাবিকে সমর্থন করে না ভারত। নয়া দিল্লির তরফে বহুবার জানানো হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের অবদান নেই। মনে করা হচ্ছে, এ কারণেই ভারতের উপর বেজায় ক্ষুব্ধ ট্রাম্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥