‘সবে ৮ ঘন্টা হয়েছে, কী হয় দেখতে থাকুন!’ ভারতের উপর ৫০% শুল্ক চাপিয়ে বার্তা ট্রাম্পের

Published:

Donald Trump India Tariff War
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হুঙ্কার ছেড়েছিলেন আগেই। বুধবার জল্পনাকে সত্যি করে ভারতকে ফের ধাক্কা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 25 শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এবার সেই সূত্র ধরেই ওই একই কারণে ভারতের ওপর আরও 25 শতাংশ অর্থাৎ মোট 50 শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কড়া পদক্ষেপের 8 ঘন্টা পরই বড় কথা বললেন আমেরিকান প্রেসিডেন্ট!

ফের শুল্ক বসিয়েই বড় বার্তা ট্রাম্পের

আমেরিকা সহ গোটা পশ্চিমি দুনিয়া বারংবার ভারতকে নরমে গরমে রাশিয়া থেকে তেল সহ অন্যান্য পণ্য কেনা থেকে বিরত থাকতে বলেছিল। তবে, পশ্চিমী দেশগুলির সেই নিষেধাজ্ঞা উড়িয়ে বন্ধু মস্কোর সাথে বাণিজ্য বাড়িয়ে গিয়েছে দিল্লি। আর তাতেই ট্রাম্পের লাল চোখ দেখল ভারত।

সম্প্রতি নিজের ট্রুথ সোশালে ভারতের ওপর 25 শতাংশ শুল্ক চাপিয়ে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া থেকে তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করছে ভারত। এর মধ্যে দিয়ে দিল্লি রাশিয়া ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে! যা অপরাধ। তাই ভারতের উপর আরও শুল্ক চাপানো হবে। কার্যত সেই হুঁশিয়ারির 24 ঘণ্টা হতেই ভারতের উপর ফের চড়া শুল্ক বসালো আমেরিকা।

তবে নয়া শুল্ক আরোপের 8 ঘন্টা পরই নতুন বার্তা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। আজতাকের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পকে উদ্দেশ্য করে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, চিনের মতো অন্যান্য দেশও রাশিয়া থেকে তেল আমদানি করা সত্ত্বেও কেন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হলো? এর উত্তরে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, সবে মাত্র 8 ঘন্টা হয়েছে। কী হয় তা দেখতে থাকুন। এখনও অনেক কিছু দেখার আছে.. ধীরে ধীরে আরও একাধিক গৌণ নিষেধাজ্ঞা দেখতে পাবেন আপনি..

চিনের উপরেও বসবে অতিরিক্ত শুল্ক?

রিপোর্ট অনুযায়ী, ভারতের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক চাপানোর পর, চিনের উপরেও অতিরিক্ত শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আমরা ভারতের উপর 50 শতাংশ শুল্ক আরোপ করেছি। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যা চিনের উপর দ্বিতীয়… এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প সাফ জানান, আমরা ভারতের সাথে যা করেছি, আরও একাধিক দেশের উপরও এই শুক্ল আরোপ করার পরিকল্পনা চলছে! তাদের মধ্যে চিনও থাকতে পারে!

অবশ্যই পড়ুন: গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট পোস্ট অফিসের পিওন! ডেবরায় হুলস্থূল কাণ্ড

উল্লেখ্য, আমেরিকার তরফে ভারতের উপর চাপানো প্রথম 25 শতাংশ শুল্ক আজ অর্থাৎ 7 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। তবে গতকাল ট্রাম্প যে নতুন 25 শতাংশ শুল্ক চাপিয়েছেন তা অন্তত 21 দিন পর অর্থাৎ আগামী 27 আগস্ট থেকে কার্যকর হবে বলেই খবর। যদিও এরই মাঝে জানা যাচ্ছে, চিনের উপর আরোপিত শুল্কে 90 দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join