বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু দেবতা হনুমানকে ‘ভুয়ো ভগবান’ বলে আখ্যা দিলেন আমেরিকার রিপাবলিকান পার্টির নেতা আলেকজান্ডার ডানকান (Trump Party Leader On Hanuman)। মূলত টেক্সাসের সুগার ল্যান্ড শহরের শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে অবস্থিত ভগবান হনুমানের 90 ফুট উঁচু মূর্তি নিয়ে তির্যকপূর্ণ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওই নেতা। তাঁর কথায়, কেন একজন নকল হিন্দু দেবতার মূর্তি বসানো হয়েছে টেক্সাসে? গোটা মার্কিন মুলুকই তো খ্রিষ্টান।
ডানকানের মন্তব্যে জন্ম নিয়েছে বিতর্ক
টেক্সাসে হিন্দু দেবতা হনুমানজির মূর্তি নির্মাণের বিরোধিতা করে এক্স হ্যান্ডেলে রিপাবলিকান পার্টির নেতা ডানকান লিখেছেন, কেন আমরা টেক্সাসে একজন ভুয়ো হিন্দু দেবতার মূর্তি বসানোর অনুমতি দিলাম? যেখানে গোটা মার্কিন মুলকের সকলেই আমরা খ্রিস্টান। একথা বলেই থেমে থাকেননি ট্রাম্পের দলের ওই নেতা। একটি ভিন্ন পোস্টে আলেকজান্ডার বাইবেলের কিছু উদ্ধৃতি উল্লেখ করে লেখেন, আমি ছাড়া আপনাদের অন্য কোনও ঈশ্বর থাকাটা উচিত নয়। পৃথিবীতে বা সমুদ্রে কোথাও কোনও দেবতা বা কিছুর মূর্তি তৈরি করা যাবে না।
আমেরিকান নেতার কথায়, হনুমান আসলে হিন্দুদের ভুয়ো দেবতা। তার কোনও অস্তিত্ব নেই। তার উপর আমরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও ওই হনুমানের মূর্তি বসাতে দিচ্ছি! যদিও ট্রাম্প পার্টির নেতার এমন মন্তব্যকে কাঠগড়ায় তুলেছেন নেট নাগরিকরা। ডানকানের বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেট নাগরিকদের মতে, উনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর এক মন্তব্য হিন্দু বিরোধী ও উত্তেজনা ছড়ানোর জন্য যথেষ্ট।
I’m just calling it what it is, an IDOL.
“You must not have any other god but me. You must not make for yourself an idol of any kind or an image of anything in the heavens or on the earth or in the sea.” Exodus 20:3-4
“They traded the truth about God for a lie. So they… pic.twitter.com/xGz6oVgGUr
— Alexander Duncan (@AlexDuncanTX) September 22, 2025
অবশ্যই পড়ুন: ‘শীঘ্রই ভারতের অংশ হবে PoK!’ রাজনাথের বক্তব্যকে সমর্থন জানাল বালুচিস্তান
গোটা ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আমেরিকান হিন্দু ফাউন্ডেশন
হিন্দুদের দেবতা হনুমানকে নিয়ে রিপাবলিকান নেতার বিতর্কিত মন্তব্যের বিরোধিতা জানিয়ে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে এক্স হ্যান্ডেলে ভেসে এসেছে একটি পোস্ট। সেই পোস্টে আমেরিকার হিন্দু সংগঠনের তরফে স্পষ্ট লেখা হয়েছে, হ্যালো, টেক্সাসের জিওপি, আপনি কি আপনার দলের সিনেট প্রার্থীকে শাস্তি দেবেন, তিনি প্রকাশ্যে নির্দেশিকা উড়িয়ে বৈষম্যমূলক মন্তব্য করেছেন? আমেরিকার হিন্দু সংগঠনের পাশাপাশি বেশ কয়েকজন আমেরিকার হিন্দু বাসিন্দাও ডানকানের মন্তব্যের বিরোধিতা করে গর্জে উঠেছেন। তাদের সাফ জবাব, মার্কিন সংবিধান তাদেরকে যে কোনও ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে।
Hello @TexasGOP, will you be disciplining your senate candidate from your party who openly contravenes your own guidelines against discrimination—displaying some pretty sordid anti-Hindu hate—not to mention disrespect for the 1st Amendment’s Establishment Clause? https://t.co/5LItlu7Zu2 pic.twitter.com/oqZkZozUBR
— Hindu American Foundation (@HinduAmerican) September 22, 2025