সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন ধরেই চলছে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপোড়েন। রাশিয়া থেকে ভারতের তেল কেনায় অসন্তুষ্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অতিরিক্ত শুল্কও আরোপ করেছিলেন। তবে এবার অনেকটাই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ফের প্রকাশ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার পরপরই বার্তা
প্রসঙ্গত, এবার মোদীর জন্মদিনের দিন শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ব্রিটেন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকের সময় ভারতের প্রসঙ্গে তিনি মুখ খুললেন। তিনি সাফ জানিয়ে দেন যে, আমি ভারতের খুব কাছের মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমার কাছের। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয়েছে। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছি। আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো।
প্রসঙ্গত, রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকা ক্ষোভ প্রকাশ করছিল। ট্রাম্প নিজেও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন। তবুও এই বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে যে, রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান থাকলেও ভারতের সঙ্গে তিনি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইছেন।
#BREAKING: US President Donald Trump on Modi and India: “I am very close to India, I am very close to the PM of India. I spoke to him the other day. I wished him a happy Birthday. We have a very good relationship. He put out a very good statement.” pic.twitter.com/v3DuebChu0
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 18, 2025
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তেলের দাম কমানোই রাশিয়াকে চুক্তিতে টানার সবথেকে বড় উপায়। তিনি দাবি করছেন, দাম ইতিমধ্যে অনেকটাই তলানিতে ঠেকেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করছেন, ইউরোপীয় দেশগুলি এখনও রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে। আমি তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছি। চিনও আমেরিকাকে বিপুল পরিমাণে শুল্ক দিচ্ছে। আর আমি আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু যারা রাশিয়া থেকে তেল কিনছে, তারাই বাধা সৃষ্টি করছে।
আরও পড়ুনঃ পুজোর আগে দাম কমল সোনা-রুপোর! আজকের রেট
ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প!
প্রসঙ্গত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প শুধুমাত্র ভারতের সম্পর্কের জন্য নয়, বরং ভারত-পাকিস্তান ইস্যুতেও মন্তব্য করেছেন। তিনি দাবি করছেন, এ বছর তিনিই নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকাতে বিরাট ভূমিকা দিয়েছিলেন। যদিও ওই দাবি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে বিভিন্ন রকম প্রশ্নের ঝড় বইছে।