‘আমি মধ্যস্থতা করিনি কিন্তু…’, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ইউ-টার্ন ট্রাম্পের

Published:

donald trump
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘর্ষ চরমে ওঠায় আচমকা যুদ্ধবিরতিতে (India-Pakistan Ceasefire) রাজি হয়ে যায় দুই দেশই! কিন্তু কেন? মূলত দুই দেশের মধ্যে সংঘাত মেটাতে মধ্যস্থতা করেছিলেন আমেরিকার নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ আবহ কিছুটা শিথিল হয়েছে বলেই মনে করছেন অনেকেই।

তবে একাংশ মনে করছে, ট্রাম্প মূলত নিজের স্বার্থ চরিতার্থ করতে পাকিস্তানের মতো সন্ত্রাসী দেশের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে রুখে দিয়েছেন! এমতাবস্থায়, আচমকা বদলে গেল ট্রাম্পের বক্তব্য! নিজের পুরনো বক্তব্য থেকে হঠাৎই সরে দাঁড়ালেন আমেরিকান প্রেসিডেন্ট। কী বললেন তিনি?

ইউ টার্ন নিলেন ডোনাল্ড ট্রাম্প!

অতি সম্প্রতি কাতারের দোহায় বক্তব্য রাখতে গিয়ে ভারত-পাক সংঘাতে মধ্যস্থতার ভূমিকায় থাকা ডোনাল্ড ট্রাম্প আচমকা নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ালেন! কাতারের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমি একথা বলতে চাই না যে আমি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছি! তবে হ্যাঁ, গত সপ্তাহে আমার প্রচেষ্টাতেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষ কমেছে।

আমি মনে করি, আমার সিদ্ধান্তে দুই দেশের মধ্যে সমস্যার সমাধান হয়েছে! এ কথা কখনই ভাবছি না, এখান থেকে বেরিয়ে শুনতে পাবো সমস্যার সমাধান হয়নি! আসলে ট্রাম্প মনে প্রাণে বিশ্বাস করেন, তাঁর অংশগ্রহণে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা মিটেছে! যদিও এ কথা বলতে গিয়ে নিজের পুরনো বক্তব্য থেকে পিছু হটেছেন রিপাবলিকান নেতা। যদিও এদিন মূলত সংঘাত থেকে দূরে সরে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েই জোর দিয়েছিলেন ট্রাম্প।

1000 বছর ধরে লড়াই করছে ভারত-পাকিস্তান!

সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত ও পাকিস্তান কমপক্ষে হাজার বছর ধরে সংঘর্ষে লিপ্ত! আদতে নানান সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা থেকেই গিয়েছে। তবে আমি বলেছিলাম, এই সংঘাত আমি মিটিয়ে দিতে পারব। যদিও এই কাজ যথেষ্ট কঠিন। তবে আমি মনে করি, কিছুটা হলেও বিষয়টা নিয়ন্ত্রণে আনতে পেরেছি! এই বিষয়ে নাক না গলালে হয়তো তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত!

অবশ্যই পড়ুন: আরও শক্তিশালী হবে ভারত, প্রতিরক্ষা খাতে বাড়ছে ৫০ হাজার কোটির বাজেট

প্রথম যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প?

গত 10 মে আচমকা ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলে সে কথা সবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। নিজের X হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সাধারণ জ্ঞান ও বুদ্ধি প্রদর্শনের জন্য দুই দেশকেই অভিনন্দন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join