ট্রাম্প ট্যারিফের মারাত্মক প্রভাব আমেরিকায়! অনেকটা বাড়ল পোশাকের দাম, প্রমাণ দিলেন তরুণী

Published on:

Donald Trump Tariff Effects Video Viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু বলে চেঁচিয়েও ভারতকে লাল চোখ দেখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে অপরাধ হিসেবে দেখে প্রথমে 25 শতাংশ এবং পরে আরও 25 শতাংশ মিলিয়ে মোট 50 শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা।

আর তার প্রভাবটা যে সরাসরি বস্ত্র শিল্পে পড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে শুধু ভারতের উপর অতিরিক্ত জোর খাটানোর চেষ্টা হলেও, ট্রাম্পের শুল্ক নীতির প্যাঁচে পড়েছে বিশ্বের একাধিক দেশ। ফলত, চড়া ট্যারিফের প্রভাব যে কতটা ভয়ানক তা একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন এক বিদেশিনী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক বিদেশিনী আমেরিকার একটি স্টোরে দাঁড়িয়ে জামা কাপড়ের মূল্যবৃদ্ধির কথা জানাচ্ছেন। ওই মহিলা পোশাকের পুরনো ট্যাগের প্রাইস এবং নতুন ট্যাগের প্রাইস তুলনা করে বলেন এটাই ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাব।

ট্রাম্পের শুল্কের কারণে বেড়েছে জামা কাপড়ের দাম!

ভাইরাল ভিডিওটিতে ওই মহিলা দাবি করেছেন, ওয়ালমার্ট পোশাকের পুরনো দামের ট্যাগ ছিঁড়ে বা ঢেকে রেখে তাতে অতিরিক্ত দামের ট্যাগ লাগিয়েছে। দর্শকদের জন্য গোটা বিষয়টা আরও স্পষ্ট করে দিতে ওই মহিলা, পোশাকের আগের ট্যাগ দেখিয়ে বলেন এই পোশাকের দাম ছিল 10.98 ডলার, এখন সেটা বেড়ে হয়েছে 11.98 ডলার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

যেখানে ব্যাকপ্যাকের দাম 19.97 ডলার থেকে বেড়ে 24.97 ডলারে দাঁড়িয়েছে। গোটা বিষয়টি দর্শকদের সামনে তুলে ধরে ওই বিদেশিনী জানান, এটাই ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রভাব। শুধু তাই নয়, ওই মহিলা এও বলেন, ভিডিওটি দেখে বিশ্বাস না হলে নিকটবর্তী ওয়ালমার্ট বা টার্গেট স্টোরে ভিজিট করতে পারেন।

বলা বাহুল্য, বিদেশিনীর ওই ভিডিও চাক্ষুস করার পরই কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকরা। সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ ট্রাম্পের শুল্ক নিয়ে প্রতিবাদী শব্দ ছড়ালেও, কেউ কেউ আবার ট্রাম্পের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন..

 

অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপের আগেই অবসর? রোহিত, বিরাটকে কঠিন শর্ত BCCI-র! রিপোর্ট

উল্লেখ্য, হঠাৎ রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে সামনে এনে ভারতের উপর একেবারে 50 শতাংশ ট্যারিফ বসানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সমালোচিত হচ্ছেন ট্রাম্প। মুখে না বললেও বিশ্বের বহু দেশ আমেরিকার দ্বৈত নীতিকে সমর্থন করে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥