জিনপিংয়ের সাথে দেখা হতেই চিনকে স্বস্তি দিলেন ট্রাম্প

Published:

Donald Trump Tariff Reduction On China
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 6 বছর পর দক্ষিণ কোরিয়ার বুসানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, শিয়ের সাথে দুর্দান্ত সম্পর্ক চান তিনি। তাই চিনা প্রেসিডেন্টের সাথে দেখা হওয়া এবং পরবর্তীতে বৈঠক হওয়া মাত্রই ড্রাগনের উপর থেকে আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট (Trump Tariff Reduction On China)। ট্রাম্পের সিদ্ধান্তে চিনের উপর আরোপিত 57 শতাংশের শুল্ক কমে হল 47।

চিনের সাথে ঝামেলা মিটিয়ে নিতে চাইছেন ট্রাম্প

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আয়োজিত Asia Pacific Economic Cooperation CEO শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ভারতের পাশাপাশি চিনের সাথেও ঝামেলা মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এবার সেই মতোই প্রেসিডেন্ট জিনপিংয়ের সাজে সাক্ষাতের পর বৈঠক শেষে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, ‘চিনের উপর আরোপিত 57 শতাংশ শুল্ক কমিয়ে 47 শতাংশ করা হচ্ছে।

বিবিসির রিপোর্ট অনুযায়ী, চিন থেকে আসা বিভিন্ন পণ্যগুলির উপর থেকে আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ড্রাগনের সাথে সমঝোতা বজায় রাখতে চাইছে আমেরিকা। বিশ্লেষক মহলেরও দাবি, চিনে আরোপিত 57 শতাংশের শুল্ক কমিয়ে 47 শতাংশ করার মাধ্যমে চিন-আমেরিকা বাণিজ্য উত্তেজনা প্রশমনের বড় ধরনের অগ্রগতি হবে। রিপোর্ট অনুযায়ী, এতদিন যে বিরল খনিজ সম্পদে চিনের একচেটিয়া আধিপত্য নিয়ে চটে ছিল আমেরিকা, এবার সেই ইস্যুটিরও সমাধান করা গিয়েছে বলেই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প।

অবশ্যই পড়ুন: দিল্লিতে স্বাধীনভাবে থাকলেও … বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

শীঘ্রই চিন সফরে যাবেন ট্রাম্প

বলাই বাহুল্য, উত্তর কোরিয়ার বুসানে আমেরিকা এবং চিনের প্রধানদের দেখা হওয়া 6 বছরের মধ্যে প্রথমবার। তবে বৃহস্পতিবার দ্বীপাক্ষিক বৈঠকের পর দুই নেতার মধ্যে সৌজন্যমূলক আলাপ এবং কথোপকথনের মাঝে ট্রাম্প নাকি কথা দিয়েছেন, আগামী এপ্রিলে চিন সফর করবেন তিনি। তাঁর সফর শেষ হলে পরবর্তীতে কোনও এক সঠিক সময়ে আমেরিকায় যাবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। এদিন চিনের প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে ট্রাম্প এক কথাতেই বলেন, ‘অসাধারণ বৈঠক হয়েছে। অনেক আলোচনা হয়েছে। আমরা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join