ভয়ঙ্কর হুঁশিয়ারি! ভারত, চিন একসাথে আসতেই ঘুম উড়ল ট্রাম্পের

Published on:

Donald Trump

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ফের উত্তাল গোটা বিশ্ব। BRICS সম্মেলনের পর এবার বিরাট হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হ্যাঁ, তিনি সাফ বলে দিলেন, BRICS-র সঙ্গে থাকলে এবার 10% অতিরিক্ত শুল্ক গুনতে হবে। এমনকি ভারতও ছাড় পাবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি BRICS-র 17 তম সম্মেলনে সদস্য দেশগুলি নিজেদের বিবৃতি প্রকাশ করে। তালিকায় ছিল ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। সম্মেলনে বলা হয়, আমরা এক তরফা শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতার জন্য উদ্বিগ্ন। বিশ্বে এরকম বাণিজ্যিক পরিবেশ দরকার, যেখানে সব দেশ সমানভাবেই ব্যবসা করতে পারবে।

ট্রাম্পের চরম হুঁশিয়ারি

তবে এই বিবৃতির জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন যে, BRICS-র সঙ্গে যে সমস্ত দেশ যুক্ত থাকবে এবং যারা আমেরিকার বিরুদ্ধে যাবে, তাদের পণ্যের উপর 10% শুল্ক বসানো হবে। এতে ভারতের মত দেশও পার পাবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এই মন্তব্যের পরে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা। ভারতের মতো দেশ, যারা একদিকে BRICS-র গুরুত্বপূর্ণ সদস্য, আবার অন্যদিকে আমেরিকার সঙ্গে বহু বিলিয়ান ডলারের বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের জন্য এই হুঁশিয়ারি এবার সামনে চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে। 

ভারতের যোগ্য জবাব

তবে এই পরিস্থিতির মধ্যে পড়ে ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থের জন্য কোনোরকম আপস নয়। বাণিজ্য চুক্তি তখনই হবে, যখন ভারতের কৃষি এবং ডেইরি সেক্টরের সীমা মেনে চলা হবে। সূত্র বলছে, 9 জুলাইয়ের আগে ভারত ও আমেরিকা একটি অন্তবর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে। কিন্তু আমেরিকা যদি ভারতের উপর 26% শুল্ক না তোলে, তাহলে সেই চুক্তি বাস্তবে রূপ নাও নিতে পারে।

আরও পড়ুনঃ পুরনো জামা কাপড় দিয়ে নিয়ে আসুন ব্র্যান্ডেড পোশাক, বিরাট অফার আম্বানির

জানিয়ে রাখি, 2025 সালের ফেব্রুয়ারি থেকে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে জোর জল্পনা চলছে। কিছু কিছু ক্ষেত্রে দুই দেশ একমত হলেও, আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মতপার্থক্য থেকে যাচ্ছে। তবে  যদি এই আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হয়, তাহলে আগের মতই 26% শুল্ক কার্যকর হতে পারে, যা ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group