৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, মৃত কমপক্ষে ৩১, আহত শতাধিক

Published:

philippines earthquake
Follow

সহেলি মিত্র, কলকাতা: আবারও ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ল ফিলিপিন্স। জানা গিয়েছে, ফিলিপিন্স-এ ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প (Philippines Earthquake) আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, এহেন ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩১ জন মানুষের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। যদিও আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

ফিলিপিন্স-এ ভয়াবহ ভূমিকম্প মৃত কমপক্ষে ৩১ জন

জানা গিয়েছে, ফিলিপিন্স-এর সেবু দ্বীপ সহ বেশ কয়েকটি এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে, যার ফলে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে এবং অন্যান্য বাড়ির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। রীতিমতো মাটি ফাঁক হয়ে গিয়েছে। চারিদিকে মানুষের এখন হাহাকার, আর্তনাদ শোনা যাচ্ছে। ভূমিকম্পে নাকি ২০০ বছর পুরনো একটি পাথরের গির্জা ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। সেবু প্রদেশের দানবান্তায়ান শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ফিলিপিন্স বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলির মধ্যে একটি। এটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” বরাবর অবস্থিত, যা একটি ভূমিকম্পের ফল্ট লাইন এবং প্রতি বছর টাইফুন এবং ঘূর্ণিঝড়ের দ্বারাও আক্রান্ত হয়।

সমুদ্রপৃষ্ঠের দ্রুত পরিবর্তনের আশঙ্কা

ফিলিপাইনের ভূকম্পন সংস্থা, ফিলভোলস, সমুদ্রতলের ভূমিকম্পের পর আফটারশক এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি আরও সতর্ক করেছে যে স্রোত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত পরিবর্তিত হতে পারে। বাসিন্দাদের সাধারণত অস্বাভাবিক ঢেউয়ের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে, দেশটিতে দুটি বড় ভূমিকম্প আঘাত হানে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join