তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! সুনামি সতর্কতা জারি আমেরিকা ও জাপানে

Published on:

Earthquake In Russia

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! ভূমিকম্পের তীব্রতা এতটাই ভয়ংকর ছিল যে এবার সুনামি সতর্কতা জারি করল জাপান ও আমেরিকায়। ইতিমধ্যেই ভূমিকম্পের পর রাশিয়ার সেভেরো-কুরিলস্ক উপকূলে সুনামির প্রথম ঢেউ দেখা গেল। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়

ANI-র রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎস ভূপৃষ্টের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে মনে হয়েছিল কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮। পরে জানা যায়, তা ছিল আরও বেশি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা।

শুনানি সতর্কতা ডোনাল্ড ট্রাম্পের

ভূমিকম্পের জেরে রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া এবং জাপানের উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক সুনামির আঘাত হানতে পারে। সেই কারণে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু রাশিয়া নয়, ভূমিকম্পের কারণে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। পাশাপাশি আলাস্কা ও প্রশান্ত মহাসাগর উপকূলেও সতর্কতা জারির কথা বলেছেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাইরাল একাধিক ভিডিও

এই জোরালো ভূমিকম্প নিয়ে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তীব্র এই ভূমিকম্পের ঘণ্টা তিনেকের মধ্যে রাশিয়া ও জাপানের উপকূলে ভয়ঙ্কর সুনামি দেখা যেতে পারে। এদিকে ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি, ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে দোকান, বাড়িঘর। অন্যদিকে ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। তাই দ্রুত উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে জাপান সরকার। দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়ে দিয়েছিল যে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯ দশমিক ৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এবং ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমনকি মার্কিন সংস্থার তরফেও আশঙ্কা করা হয়েছে যে এই ভয়ংকর ভূমিকম্পের প্রভাবে কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সম্ভাবনা রয়েছে। সেই সব অংশে ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে মাত্র ২০ লক্ষ মানুষই পাবেন স্টারলিঙ্কের ইন্টারনেট! স্পিড, খরচ কত? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

উল্লেখ্য, দিন কয়েক আগেই পর পর জোরালো ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয়টি আরও জোরালো কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৭.৪। এই নিয়ে তিনবার কেঁপে উঠল এই স্থলভাগ। এর আগে ১৯৫২ সালের নভেম্বর মাসের ওই থলভাগে ভয়ংকর ভূমিকম্প হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৯.১। ওই সময়ে হাওয়াইয়ে প্রায় ৩০ ফুট উঁচু ঢেউ দেখা গিয়েছিল। জোরালো ওই ভূমিকম্পে সেই বছর কামচাটকায় ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির খবর মেলেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group