প্রীতি পোদ্দার, ইসলামবাদ: গত মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই রীতিমত জ্বলছে পাকিস্তান (Pakistan)। হিংসার মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে ভারতের বিরুদ্ধে রীতিমত যুদ্ধজিগির তুলছে পাকিস্তান। ক্রমাগত ড্রোন, মিশাইল, নিয়ে হামলার চেষ্টা করছে ভারতীয়দের উপর। আর টার্গেট করছে নিরীহ সাধারণ মানুষদের। তবে চুপ করে বসে নেই ভারতীয় সেনারা। পাল্টা আঘাত হানছে তাঁরাও। আর এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।
যুদ্ধের আবহে মাটি কাঁপল পাকিস্তানে
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার, রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানের একাধিক অংশে। ব্যাপক কম্পন অনুভূত হয় পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায়। জানা গিয়েছে আফগানিস্তান সীমান্তের দিকে এই কম্পনের উৎসস্থল। এর জেরে কেঁপে ওঠে সীমান্তবর্তী আফগানিস্তানও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। এদিকে এই ভূমিকম্পের ২৪ ঘণ্টার ব্যবধানে আজ অর্থাৎ শনিবার সকালে দ্বিতীয় বার কেঁপে উঠল পাকিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, আজও রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪।
বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা!
সম্প্রতি পাকিস্তানের ভূমিকম্প নিয়ে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র একটি বিবৃতি প্রকাশ্যে এনেছে। সেখানে জানানো হয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে কম্পন অনুভূত হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। এই কম্পন অনুভূত হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও। অন্যদিকে হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। তবে আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুনঃ শেষ সুযোগ! ট্রাফিক চালান হবে একদম মাফ
ভৌগোলিকবিদদের মতে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের এই অংশটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে রয়েছে। এই দুটি প্লেটের মাঝে শক্তির সঞ্চয় হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়, যা বারবার এই অঞ্চলে ভূকম্পন আনে। এছাড়াও বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, সাধারণত ভূপৃষ্ঠ থেকে অল্প গভীরতায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হলে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী থাকে, এমনকি আফটার শকের আশঙ্কাও রয়েছে। এর আগে গত ১২ এপ্রিল কম্পন অনুভুত হয় পাকিস্তানে। তবে আগের দিনের তুলনায় এবার ধাক্কাটা বেশি অনুভূত ছিল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।