Indiahood-nabobarsho

পুলওয়ামার ধাঁচে পাকিস্তানি সেনা কনভয়ে ভয়াবহ হামলা! নিহত একাধিক, কাঁপছে ইসলামাবাদ

Published on:

pakistan army attacked by bla

প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: দীর্ঘদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ (Balochistan)। সমতা এবং স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে সেখানকার বাসিন্দারা। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এই অঞ্চলটি বরাবর অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত। তাই সেখানে স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে। যার মধ্যে অন্যতম শক্তিশালী এবং সক্রিয় এই বালোচ লিবারেশন আর্মি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এই সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান সরকারকে কাবু করবার জন্য নানা ছক কষছে। আর সেই আবহে বালুচিস্তান প্রদেশের তুরবাতে ঘটে গেল এক ভয়ংকর বোমা বিস্ফোরণ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পাকিস্তানের তুরবাতে বোমা বিস্ফোরণ

সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার, সন্ধে নাগাদ পাকিস্তান সেনাবাহিনীর একটি বাস তুরবাত এর রাস্তা দিয়ে যাচ্ছিল। অনেক সেনা সদস্য সেই বাসে ছিল, আর ঠিক সেই সময় আচমকাই বাসে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার ফলে কম বেশি অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে বোমা বিস্ফোরণের ফলে ৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আহত সেনাদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, এই বিস্ফোরণটি অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে ঠান্ডা মাথায় বিস্ফোরণ করা হয়েছে। যদিও এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA।

দুর্ঘটনার দায় স্বীকার BLA গোষ্ঠীর

বালোচ লিবারেশন আর্মি বিস্ফোরণের পরেই একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে দাবি করেছে, এই হামলা তাঁদের স্বাধীনতার লড়াইয়ের অংশ। BLA নেতা বশির জেব বালোচ বলেছেন, “যুদ্ধ কখনোই মার্জিত বা শালীন পন্থায় করা যায় না। আমাদের লড়াই এমন পর্যায়ে পৌঁছে দিতে হবে যেখানে ইসলামাবাদ, পাঞ্জাব, রাওয়ালপিন্ডি, লাহোর এবং গুজরানওয়ালার মানুষ রাস্তায় নেমে আমাদের জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। এবং বলতে বাধ্য হয়, এখন যুদ্ধ বন্ধ করো এবং বেলুচিস্তানে শান্তি ফিরিয়ে আনো।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

balochistan

এদিকে পাকিস্তানের তুরবাতে বোমা বিস্ফোরণের চরম নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। সম্প্রতি তিনি এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেন, “যারা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধ মানুষকে টার্গেট করে তারা মানুষ বলার যোগ্য নয়।” পাশাপাশি এই ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও হামলার সমালোচনা করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group