ইন্ডিয়া হুড ডেস্কঃ বাংলাদেশে সরকার উল্টে গিয়েছে। দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সেনার হাতে শাসনভার রয়েছে। সে দেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান জনগণকে আশ্বাস দিয়েছেন যে, প্রতিটি হত্যা, অন্যায়ের বিচার হবে। পাশাপাশি দেশে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন করেছেন তিনি। কিন্তু আন্দোলনকারীরা চান না সেনার হাতে ক্ষমতা যাক। তাঁরা নোবেলজয়ী মহম্মদ ইউনিসকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।
তবে, বাংলাদেশে চলমান অশান্তির মাঝে এক ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে বাংলাদেশে একদল মানুষের কাঁধে চেপে বিরাট কোহলিকে নাচতে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কী ভারতীয় ক্রিকেটের সুপারস্টার প্লেয়ার বিরাট কোহলিও হাসিনা সরকারের পতনে খুশি। তিনি ওপার বাংলায় গেলেনই বা কী করে? এত প্রশ্নের মধ্যে উঠে এল আসল সত্যিটা।
বাংলাদেশে নাচছেন বিরাট কোহলি?
আসলে জনগণের কাঁধে উঠে যাকে নাচতে দেখা যাচ্ছে, তিনি আদৌ বিরাট কোহলি নন। তিনি ভারতীয় ক্রিকেট স্টারের মতো দেখতে কেউ। উনিও হয়ত কোহলির ভক্ত, তাই বিরাটের মতো সেজে থাকতে ভালোবাসেন। বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে তিনি খেলছেন। তবে, শুধু বাংলাদেশই নয়, গোটা ক্রিকেট বিশ্বে কোহলির অনেক ভক্ত রয়েছেন যারা তারই মতো সাজতে পছন্দ করেন।
অন্যদিকে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা শেখ হাসিনার দলের সাংসদ মাশরাফী বিন মোর্তাজার বাড়িতে হামলা হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে, উন্মুক্ত জনতা তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের কার্যালয়েও হামলা চালিয়েছে আন্দোলনকারীরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |