সৌভিক মুখার্জী, কলকাতা: একসময় বিদেশ ভ্রমণ বাংলাদেশীদের (Bangladesh) কাছে জলভাত ছিল। তবে সেই রাস্তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। বণিক বার্তার রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে। কোনও কোনও দেশের তো ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে, আবার কোনও কোনও দেশ ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
শুরুটা ভিয়েতনাম থেকে
সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম বাংলাদেশী পর্যটকদের জন্য সেরা গন্তব্য ছিল। অনেকে ভ্রমণের পাশাপাশি প্রতিবেশী দেশ কম্বোডিয়া ও লাওসেওতে পৌঁছে যেতেন। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক বাংলাদেশী পর্যটক আর দেশে ফিরছেন না। কেউ কেউ ভিয়েতনাম থেকে ছোট ছোট কাজ শুরু করছেন, আবার কেউ অবৈধভাবে পাড়ি জমিয়েছেন অন্য কোনও দেশে। আর এ কারণেই 2025 সালের জানুয়ারি মাস থেকেই ভিয়েতনাম বাংলাদেশীদের জন্য ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়াতেও মিলছে না ভিসা
কিছু বছর আগে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশগুলোতে ভ্রমণের জন্য অন-এ্যারাইভাল ভিসা যথেষ্ট ছিল। তবে এখন সেই সমস্ত দেশের ভিসা পেতেও রীতিমত কালঘাম ছুটছে বাংলাদেশীদের। একাধিকবার ভ্রমণ করা ব্যক্তিরাও এবার আর ভিসা পাচ্ছেন না। ভিসার আবেদনপত্র রাতারাতি বাতিল হয়ে যাচ্ছে। নতুন পাসপোর্ট হলে তো কোন ভিসা পাওয়ার কোনও চান্সই নেই।
মধ্যপ্রাচ্যেতে মিলছে না ভিসা
এদিকে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশীদেরর জন্য ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা আসেনি। তবে বাস্তবে পর্যটনসহ শ্রম ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এই দেশের তরফ থেকে। এমনকি সম্প্রতি সীমিতভাবে প্রতিদিন মাত্র 30 থেকে 50 টি ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের রাস্তাও প্রায় বন্ধ
সবচেয়ে বেশি মধ্যবিত্ত বাংলাদেশী আসতো ভারত, নেপাল, ভুটানের মত দেশগুলোতে। কিন্তু 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভারত কার্যত বাংলাদেশীদের ভিসা বন্ধ করে দেয়। শুধুমাত্র জরুরী চিকিৎসা ছাড়া আর ভিসা পাওয়া যাচ্ছে না। ফলে পাশের দেশ নেপাল ও ভুটানে যাওয়াও অনেকটাই কমে গিয়েছে।
পাকিস্তানের পথ এখন বন্ধের দোরগড়ায়
কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তান ছিল বাংলাদেশের সেরা গন্তব্যের স্থান। ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর আলোচনাও চলছিল। কিন্তু পাকিস্তান সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ পরিস্থিতির কবলে পড়ে বাংলাদেশীদের প্রতি আগ্রহে ভাঁটা পড়েছে।
আরও পড়ুনঃ ২৫ মে থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক শেষ! বিরাট ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশী পাসপোর্টের স্থান কোথায় এখন?
সূত্র বলছে, পাসপোর্ট শক্তিমত্তা সূচকে বাংলাদেশের অবস্থান এখন 95 নম্বরে, যা উত্তর কোরিয়া ও যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার সমান। অন্যদিকে নোমাড ক্যাপিটালিস্টের সূচকে বাংলাদেশ 181 তম স্থানে চলে গিয়েছে। যেখানে স্কোর মাত্র 38। হিসাব বলছে, 50 এর নীচে স্কোর মানেই বিদেশে নাগরিকদের গ্রহণযোগ্যতা সবথেকে কম।
তবে হ্যাঁ, বর্তমানে মালদ্বীপ, শ্রীলংকা এবং চীনের ভিসা বাংলাদেশিদের কাছে তুলনামূলকভাবে সহজ। তবে এগুলির মধ্যে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। পর্যটকদের জন্য এই দেশগুলি ভালো গন্তব্য হতে পারে, কর্মজীবীদের জন্য নয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |