বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় খবর! পাক সেনা ও বালুচিস্তান লিবারেশন আর্মির দ্বীপাক্ষিক সংঘর্ষে উত্তপ্ত বালুচিস্তানে (Balochistan) পড়ুয়া বোঝাই এক স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণ। সূত্রের খবর, বুধবার সকালে খুজদার জেলার জিরো পয়েন্ট এলাকায় ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, আচমকা বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 4 পড়ুয়ার, আহত কমপক্ষে 38 জন।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে!
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে 40 জনেরও বেশি পড়ুয়া নিয়ে খুজদার জেলার জিরো পয়েন্ট এলাকা দিয়ে পাস করছিল ওই বাসটি। ঠিক ওই সময়ে বোমা বোঝাই একটি গাড়ির সাথে ধাক্কা লাগে বাসের। আর এরপরই বিরাট শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর।
বিস্ফোরণে বাসে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলেই 4 জন শিশুর প্রাণ গিয়েছে। আহত হয়েছে কমপক্ষে 38 জন পড়ুয়া। সূত্রের খবর, তাঁদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে খুজদারের ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাস্তি সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানিয়েছেন, পড়ুয়া বোঝাই ওই বাসটি যখন জিরো পয়েন্ট এলাকা ঘুরে যাচ্ছিল ঠিক সেই সময়ে কিছু আততায়ী বাসটিকে লক্ষ্য বানায়। আর এরপরই বোমা ভর্তি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারে বাসটিতে। জানা যাচ্ছে, ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় মৃত পড়ুয়াদের উদ্ধার করা গিয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।
অবশ্যই পড়ুন: জল্পনাই সত্যি করে দেখাল ইস্টবেঙ্গল! লাল হলুদ জার্সি গায়ে তুলছেন এই ব্রাজিলিয়ান তারকা
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বালুচিস্তানের খুজদারে বিসফোরণের ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে বরাত দিয়ে তিনি বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ নিল, ওদের লক্ষ্যবস্তু বানালো তাঁরা কেউই রেহাই পাবে না।