বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে (Muhammad Yunus) নাকি চরম অপমান করেছে ফ্রান্স। এক সময়ে যে দেশে দীর্ঘ সময় কাটিয়েছেন শান্তিতে নোবেলজয়ী, সেই ফ্রান্সের তরফেই নাকি, এবার অপ্রত্যাশিত ব্যবহার পেয়েছেন ইউনূস। ঠিক কী হয়েছে ওপার বাংলার প্রধান উপদেষ্টার সাথে? সূত্রের খবর, ফ্রান্সের শীর্ষ কর্তাদের ব্যবহারে অপমানিত হয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি ফ্রান্স সফর বাতিল করে দিয়েছেন পদ্মা পাড়ের প্রধান।
ইউনূসকে অপমান করেছে ফ্রান্স?
ভারত-পাক সংঘর্ষে নাক গলাতে গলাতে দেশের বেহাল অবস্থায় নজর নেই ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের! এমতাবস্থায় আচমকা ফোঁস করে উঠলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! জানা যাচ্ছে, যে দেশে তিনি জীবনের দীর্ঘ সময় কাটিয়ে এসেছেন, সেই ফ্রান্সের তরফেই নাকি এবার তাঁকে অপমান করা হয়েছে।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, রাষ্ট্রসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগদানের জন্য ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যক্রোঁ। জানা যায়, সেই আমন্ত্রণ পেতেই ফ্রান্সের প্রেসিডেন্টকে দ্বিপাক্ষিক বৈঠকে বসার জন্য আবেদন জানান ইউনূস।
শোনা যায়, তাতে নাকি প্যারিসের তরফে প্রাথমিকভাবে কোনও রকম সাড়া মেলেনি। আর এতেই নাকি চরম অপমানিত হয়েছেন ওপার বাংলার প্রধান। সেই সাথেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে ওশেন কনফারেন্স
বেশ কয়েকটি রিপোর্ট যা বলছে, আগামী 9 জুন থেকে ফ্রান্সের অন্যতম জনপ্রিয় শহর নিসে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় ওশেন কনফারেন্স। আর সেখানে উপস্থিত থাকার জন্যই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
তবে প্যারিসের তরফে অপ্রত্যাশিত ব্যবহার পাওয়ার পর সেই সফর ইতিমধ্যেই নাকি বাতিল করেছেন ইউনূস। মোদ্দা কথা, দ্বিপাক্ষিক বৈঠকের আবেদনে কোনও সাড়া না পাওয়ায় আমন্ত্রণ রক্ষা করতে পারবেন না বাংলাদেশের প্রধান।
শেষমেষ ফ্রান্সের তরফে এসেছে বার্তা
একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ফ্রান্সের তরফে সাড়া না মিললেও পরবর্তীতে দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধে ঢাকাকে পাল্টা বার্তা দিয়েছে প্যারিস। ফ্রান্সের তরফে জানানো হয়, অনুষ্ঠানের আগে আমন্ত্রিত বহু রাষ্ট্রপ্রধান ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আবেদন করেছেন। সেই আবহে কোনও সমস্যা থাকলে ইউনূসের সাথে আলাদা করে কথা বলে নিতে পারেন প্রেসিডেন্ট ম্যক্রোঁ।
অবশ্যই পড়ুন: অবসর ভেঙে সাদা জার্সিতে ফিরছেন বিরাট! IPL শেষ হলেই ইংল্যান্ডে যাবেন কিং কোহলি?
জানা যায়, ফ্রান্সের তরফে এমন প্রত্যুত্তরের পর বাংলাদেশের তরফে একেবারে পাকাপাকিভাবে ঠিক করে নেওয়া হয় যে ওশেন কনফারেন্সে যোগ দেবেন না প্রধান উপদেষ্টা। তবে সেই অপমান আড়ালে রেখে নাকি ঢাকার তরফে প্যারিসকে জানানো হয়েছে দেশে মূলত জরুরি কাজের জন্যই এখন ফ্রান্স সফরে যেতে পারছেন না ইউনূস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |