সৌভিক মুখার্জী, কলকাতা: রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখে! কেউ কেউ লটারি কাটে, আবার কেউ আশা করে, যদি কোনও গুপ্তধন পাওয়া যেত! যদিও এই সমস্ত ঘটনা শুধুমাত্র কাল্পনিক গল্পে ঘটে। তবে ফ্রান্সের এক সাধারণ চাষীর (French Farmer) জীবনে এই কাল্পনিক গল্পই বাস্তবে পরিণত হয়েছে।
আসলে চাষের জমিতে নজরদারি করতে গিয়ে তিনি খুঁজে পেয়েছেন এমন এক জিনিস, যা বদলে দিয়েছে তার জীবনকে। এমনকি তাকে করে তুলেছে বিশ্বের সবথেকে ভাগ্যবান মানুষ। ভাবছেন কী? চলুন জেনে নেওয়া যাক।
হঠাৎই মিললো ঝলমল বস্তু
ঘটনাটি ঘটেছে ফ্রান্সের অভেরগনে অঞ্চলে। সেখানে 52 বছর বয়সের এক চাষী মিশেল ড্যুপঁ প্রতিদিনের মতোই নিজের জমির উপর নজরদারি চালাচ্ছিলেন। আর হঠাৎই তার চোখে পড়ে এক ছোট্ট ঝরনার ধারে কিছু ঝলমলে হলুদ রঙের বস্তু।
মিশেল জানিয়েছেন, আমি প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিলাম। তবে হঠাৎ করে মাটির ভিতর কিছু একটা দেখি আলো ঝড়াচ্ছে। আর ভালো করে তাকিয়ে দেখি, সেটা একদম আলাদা রকমের ঝলকানি। আমি কিছুটা মাটি খুরে দেখি ওখানে সোনা রয়েছে।
মাটির নীচে 36 হাজার কোটি টাকার সোনা!
মিশেলের সন্দেহ যে প্রথমে ভুল নয়, তা প্রমাণ করতে গিয়ে বিশেষজ্ঞদের খুব বেশি একটা সময় লাগেনি। পরবর্তী সময়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে, ওই জায়গার নীচে প্রায় 150 টন খাঁটি সোনা রয়েছে। আর যার বাজার মূল্য প্রায় 4 বিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 36 হাজার কোটি টাকা।
আর এই খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক থেকে শুরু করে বিজ্ঞানী, সরকারি আধিকারিকরা ছোটাছুটি লাগান মিশেলের জমিতে। আর এই মুহূর্তে গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ ১৬ মাসে ৫৪০২ ভিখারিকে তাড়িয়েছে ৬ দেশ! রিপোর্টে নাক কাটল কাঙাল পাকিস্তানের
সরকার কী বলেছেন?
যদিও এই খবরে মিশেলের মুখে হাসি ফুটেছে। তবে তার আনন্দ যে খুব বেশি স্থায়ী হয়েছে, এমনটা নয়। ফ্রান্স সরকার সঙ্গে সঙ্গেই ঘোষণা করেছে পুরো বিষয়টি তদন্ত করার। যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ ওই জমিতে কোনোরকম খনন চালানো যাবে না।
এমনকি সেই মুহূর্ত থেকে পুরো জমিটি সিল করে দেওয়া হয় এবং প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। কারণ ফ্রান্সের আইন মতে, কারো জমিতে গুপ্তধন বা কোনও সম্পদ পাওয়া গেলে সেটার মালিকানা আর চাষির হাতে থাকে না, তা সরকারের হাতে চলে যায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |