বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানা 60 হাজার বছর বিনামূল্যে পাওয়া যাবে বিদ্যুৎ! জ্বালানির এমনই এক উৎস আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন চিনের (China) বিজ্ঞানীরা। সূত্রের খবর, রাশিয়া ও আরব দেশগুলি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস আমদানি কারক চিনে যে জ্বালানির উৎস পাওয়া গিয়েছে তা দিয়ে গোটা দেশে 60 হাজার বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করা যাবে। এমনটাই দাবি করেছেন চিনা গবেষকদের একটা বড় অংশ।
থোরিয়াম দিয়েই মিটবে বিদ্যুতের চাহিদা
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনের ইনার মঙ্গোলিয়ার বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে বিপুল পরিমাণ থোরিয়াম পেয়েছেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, চিনের সেই অঞ্চলে মজুদ থাকা থোরিয়ামের পরিমাণ এত বেশি যে তা দিয়ে আগামী 60 হাজার বছর চিনের বাড়ি গুলিতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। বিজ্ঞানীদের আশা, এই বিপুল পরিমাণ থোরিয়াম দিয়ে টেনে টুনে আরও কয়েকশো বছর চালিয়ে নিতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম।
কী এই থোরিয়াম?
চিনের ইনার মঙ্গোলিয়ার বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে পাওয়া বিপুল পরিমাণ থোরিয়াম আসলে হালকা মাত্রার একটি তেজস্ক্রিয় পদার্থ। এটি মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। এই তেজস্ক্রিয় পদার্থ পরিশোধনের পর তার নাম হবে মল্টেন-সল্ড রিঅ্যাক্টর। বিজ্ঞানীদের দাবি, এই পদার্থ থেকেই সারা জীবনের মতো বিদ্যুৎ চাহিদা পূরণ হবে চিনাদের।
গোটা বিশ্বের জ্বালানির চাহিদা মেটাবে থোরিয়াম?
চিনের বিজ্ঞানীদের মতে, খনিতে যে পরিমাণ থোরিয়াম রয়েছে তা পুরোপুরি উত্তোলন করা গেলে তেজস্ক্রিয় পদার্থর পরিমাণ হবে 10 লক্ষ টন। গবেষকদের দাবি, বর্তমানে ওই তেজস্ক্রিয় পদার্থটি অস্পৃশ্য অবস্থায় রয়েছে। বিজ্ঞানীদের সহায়তায় প্রযুক্তিক পদ্ধতিতে এটি সম্পূর্ণরূপে উত্তোলন করা গেলে গোটা বিশ্বকে আর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে থাকতে হবে না। সূত্র বলছে, ইনার মঙ্গোলিয়ার খনিজ কমপ্লেক্স থেকে বিগত 5 বছরের বর্জ্য পদার্থের সাথে যে পরিমাণ থোরিয়াম রয়েছে তা উত্তোলন করা গেলে আমেরিকার 1 হাজার বছরের বিদ্যুৎ চাহিদার ইতি ঘটবে।
কত পরিমাণ থোরিয়াম রয়েছে চিনে?
বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, বিজ্ঞানীরা 233টি থোরিয়াম সমৃদ্ধ অঞ্চলের খোঁজ পেয়েছেন চিনে। মনে করা হচ্ছে এই খবর বাস্তবায়িত হলে জমে থাকা থোরিয়ামের হিসেব আগের সমস্ত হিসেবকে হার মানিয়ে দেবে। সূত্র বলছে, বর্তমানে প্রচলিত পারমাণবিক চুল্লিতে 232টি ইউরেনিয়াম ব্যবহৃত হয়।
অবশ্যই পড়ুন: আরজি করে আরেক ভয়ঙ্কর কাণ্ড, কাঠগড়ায় জুনিয়র ডাক্তাররা
বিশেষজ্ঞরা মনে করছেন, চিনে মাটির অতলে থাকা থোরিয়াম বর্তমান ইউরেনিয়ামের থেকে কমপক্ষে 500 গুণ বেশি। যা একবার উত্তোলন করা হয়ে গেলে চিনের পাশাপাশি লাভবান হবে বিশ্বের একাধিক দেশ।