প্রীতি পোদ্দার, ঢাকা: পরিবর্তিত বাংলাদেশে দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পরেছে সকলের কপালে। সংসার চালাতে গিয়েই হিমসিম খাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এ নিয়ে তাই সবসময় মুহাম্মদ ইউনূসের সরকারকে দোষারোপ করে চলেছে সকলে। তার উপর এই মুহূর্তে চলছে রোজা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশে বাজারে মুরগি, মাছ ও মাংসের দাম চড়চড়িয়ে বেড়েছে। বাড়তি রয়েছে লেবু, শসা ও বেগুনের দামও। কিন্তু এই আবহে খানিক স্বস্তি। কারণ খানিক কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas Price in Bangladesh)।
কত কমল রান্নার গ্যাসের দাম?
সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার, ৩ মার্চ BERC কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG সিলিন্ডারের দাম কমানো হবে। গত মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৪৭৮ টাকা, যেটা কিনা বর্তমানে ২৮ টাকা কমে হয়েছে ১৪৫০ টাকা। এছাড়া অন্যান্য ওজনের গ্যাস সিলিন্ডারের দামও বেশ কমেছে। ৫.৫ কেজি সিলিন্ডারে দাম ৬৬৪ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১৫১০ টাকা. পাশাপাশি ১৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৮১২ টাকা, ১৬ কেজির দাম ১৯৩৩ টাকা এবং ১৮ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ২১৭৫ টাকা।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ৪ দফা কমেছিল LPG ও অটোগ্যাসের দাম। তার সঙ্গেই আবার ২০২৪ এ বেড়েছিল ৭ দফা LPG ও অটোগ্যাসের দাম। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছিল। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল। নতুন বছরে জানুয়ারিতে অটোগ্যাসের দাম প্রথম দিকে বাড়ানো হলেও মাঝামাঝি সময় ফের তা কমানো হয়। তবে এবার সেই অটোগ্যাসের দাম কমানো হয়েছে।
আরও পড়ুনঃ শুধু বার্থ সার্টিফিকেটই নয়, পাসপোর্ট বানানোর ক্ষেত্রে বদলে গেল এই ৫ নিয়ম
অটোগ্যাসের দাম কমেছে অনেকটাই
তবে শুধু LPG গ্যাস সিলিন্ডার নয়, BERC অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একইসঙ্গে অটোগ্যাসের দামও বেশ কমিয়েছে। জানা গিয়েছে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে। এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ছয়টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |