বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকাল সকাল ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের সাক্ষী থাকল বাংলাদেশ (Gas Cylinder Blast)। ওপার বাংলার চট্টগ্রামের চন্দনইশ উপজেলার বাইলতলি ইউনিয়নের চরপাড়া এলাকার একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভোর সাড়ে 6টা নাগাদ এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে যান 10 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
চট্টগ্রামের গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। স্থানীয় সূত্রে খবর, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স উভয় ইউনিটের যৌথ প্রচেষ্টায় তিন ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। এদিকে, বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আপাতত আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা স্থিতিশীল।
কীভাবে লাগে আগুন?
প্রত্যক্ষদর্শীদের বয়ানে, গ্যাস সিলিন্ডারের গুদাম থেকে সিলিন্ডার নামানোর সময় এক কর্মচারী সিগারেট ধরিয়েছিলেন। আর তাতেই লিক হওয়া গ্যাসে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের কয়েকজনের দাবি, কিছু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। ধীরে ধীরে আগুন তার পরিধি বাড়িয়ে এক সময়ে গুদামের কর্মীদেরও গ্রাস করে নেয়। তাতে 10 জন কর্মচারী ঘটনাস্থলেই অগ্নি দগ্ধ হয়ে যান।
অবশ্যই পড়ুন: পুজোর আগে হচ্ছে না ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার! বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের
প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় তাদের। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক আধিকারিক জানিয়েছেন, এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি কর্মীদের অসতর্কতা থেকে ঘটেছে। আহতদের প্রত্যেকেই বর্তমানে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।