বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের(Bangladesh) সেনাবাহিনীতে বড়সড় অস্থিরতা! জানা যাচ্ছে, ইউনূসদের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে সরানোর পরিকল্পনা চলছে। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওপার বাংলায় চলতি রাজনৈতিক অস্থিরতার মাঝেই সেনাপ্রধান জামানকে উৎখাতের চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান।
সূত্র বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সাথে যোগসাজশ করেই ওপার বাংলার সেনাপ্রধানকে সিংহাসন ছাড়া করতে চাইছেন ফয়জুর! তবে শোনা যাচ্ছে, এ বিষয়ে এখনও পর্যন্ত পূর্ণ সমর্থন পাননি তিনি।
সেনাপ্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ফাঁপরে রহমান!
প্রকাশ্যে আসা বেশকিছু রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে সেনাবাহিনীর প্রধান জামানের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের জাল পেতেছেন লেফটেন্যান্ট জেনারেল রহমান। সূত্রের খবর, বাংলাদেশি সেনাপ্রধানকে ক্ষমতা থেকে উৎখাত করতে বাংলাদেশের সেনা দফতরে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন পাকিস্তান সমর্থক তথা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা রহমান।
তবে জানা যাচ্ছে, বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সমর্থন জানালেও এদিন রহমানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন না বাংলাদেশ সেনাবাহিনীর বহু ঊর্ধ্বতন কর্তারা। বেশ কয়েকটি সূত্র বলছে, বাংলাদেশি সেনাপ্রধানের বিরুদ্ধে এমন পদক্ষেপের পর লেফটেন্যান্ট জেনারেল রহমানকে নজরদারিতে রেখেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই।
ওপার বাংলার গোয়েন্দা আধিকারিক থেকে শুরু করে বেশ কয়েকজন পর্যবেক্ষক দাবি করেছেন, রহমানের এমন পদক্ষেপ আগামী দিনে বাংলাদেশের সেনা শিবিরে বড়সড় অস্থিরতা বয়ে আনতে পারে। যার জেরে আগে থেকেই রহমানের ওপর কড়া নজর চালাচ্ছে বাংলাদেশের প্রশাসন।
হাত রয়েছে সেনাবাহিনীর অফিসারদেও?
বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের সেনাপ্রধান জামানকে ক্ষমতা ছাড়া করতে উঠেপড়ে লেগেছেন ওপার বাংলার লেফটেন্যান্ট জেনারেল রহমান। মনে করা হচ্ছে, রহমানের সাথে হাত মিলিয়ে বর্তমান সেনাপ্রধানকে সরাতে মরিয়া হয়ে উঠেছেন সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসারও। এহেন আবহে বাংলাদেশের সেনাপ্রধানকে উৎখাতের চেষ্টা করছেন এমন বেশ কয়েকজন সেনা অফিসারের তালিকা প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম।
জানা যাচ্ছে, জামানকে উৎখাত করার জন্য ওত পেতে বসে রয়েছেন 10 জন জেনারেল অফিসার। যেই তালিকায় নাম জুড়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, 33তম পদাতিক ডিভিশনের জিওসি এবং কুমিল্লা বাংলাদেশের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ অনেকেরই।
অবশ্যই পড়ুন: নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা, নিহত একাধিক ফুটবলার!
ISI-এর সাথে হাত মিলিয়ে সেনাপ্রধানকে উৎসখাতের চেষ্টা!
গত জানুয়ারিতে বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কর্মকর্তা তথা লেফটেন্যান্ট জেনারেল রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে নিজের ক্ষমতা বাড়াতে এবং সেনাবাহিনীর প্রধান জামানকে সিংহাসন ছাড়া করতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়েছেন। বেশ কিছু সূত্র বলছে, বাংলাদেশ সেনাবাহিনীতে বদল আনতে ও সেনা প্রধানকে উৎখাত করতে ইতিমধ্যেই পাকিস্তানি ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান ও কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনা সেরেছেন রহমান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |