হিন্দু-বিদ্বেষ আটকাতে নতুন বিল আনল আমেরিকা! শিক্ষা নেবে বাংলাদেশ?

Published on:

| Georgia Introduces New Bill For Hindus | India Hood News |

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে হিন্দু-বিদ্বেষ এখন নিয়মিত। হাসিনার শাসন কাল শেষ হতেই ক্ষমতায় আসে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর তাতেই বদলেছে ওপার বাংলার চিত্র। সংখ্যালঘু হিন্দু হত্যা থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে লুটপাট, সবই চলছে শান্তিতে নোবেলজয়ীর জামানায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, সমগোত্রীয় ছবি ধরা পড়ছে আমেরিকাতেও। অভিযোগ, আমেরিকায় নাকি হিন্দু বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। এহেন আবহে হিন্দু বিদ্বেষ কমাতে ও সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন বিল(SB 375 Bill) পেশ করল জর্জিয়া। খোঁজ নিয়ে জানা গেল, আমেরিকার মতো দেশে এমন উদ্যোগ নাকি এটাই প্রথম।

নতুন বিল আনল জর্জিয়া

দেশজুড়ে হিন্দু বিদ্বেষ কমাতে জর্জিয়ার আইনসভায় পেশ করা হয়েছে এসবি 375 নামক বিল। জানা গিয়েছে, আমেরিকায় ক্রমশ বেড়ে চলা হিন্দু অত্যাচার ও আতঙ্ককে কমাতে আইন সভায় পেশ হওয়া এই বিলে সমর্থন করেছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হ্যাঁ, ট্রাম্পের পার্টি ও কমলা হ্যারিস বা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন উভয়েরই রাজনৈতিক দল দেশজুড়ে হিন্দু নিরাপত্তা আটসাট করতে চায়। আর সেজন্যই নতুন বিল এনে হিন্দুদের বিরুদ্ধে হওয়া হিংসা রুখে দিতে চাইছে জর্জিয়ার প্রশাসন। সূত্রের খবর, রিপাবলিকান পার্টির দুই সেনেট সদস্য শন স্টিল ও ক্লিন্ট ডেক্সন, অন্যদিকে ডেমোক্র্যাট পার্টির দুই সেনেট সদস্য জেসন এস্টিভস ও এমানুয়েল জন বিলটি আইনসভায় পেশ করেন।

বিল উত্থাপনের পর শন জানিয়েছেন, বিগত কয়েক বছরে যে হারে দেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে চলেছে তাতে এই বিলটি অত্যন্ত কার্যকরী হবে। এই বিলে মূলত হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনাগুলিকে ধ্বংসাত্মক, অগ্রহণযোগ্য ও অবমাননাকর বলে দেখানো হয়েছে।

বিলে যা বলা হয়েছে

সম্প্রতি জর্জিয়ার আইন সভায় হিন্দুদের পক্ষে যে বিল তোলা হয়েছে, তাতে বেশ কিছু বিষয়ের উল্লেখ আছে। বিলটিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হল হিন্দু ধর্ম। পৃথিবীর 100টি দেশে 120 কোটি হিন্দু ধর্মালম্বী বসবাস করেন। এই ধর্ম পৃথিবীর বৃহত্তর ধর্ম। হিন্দু ধর্ম মূলত পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও বৈচিত্রের প্রতীক। জর্জিয়াতেও অন্তত 40 হাজার হিন্দু বসবাস করেন।

অবশ্যই পড়ুন: সিনিয়র সিটিজেনদের ছাড় বাতিল করেই ৫ বছরে ৮,৯১৩ কোটি টাকা তুলল রেল!

সব মিলিয়ে, আমেরিকার অন্যতম রাজ্য জর্জিয়ার আইনসভায় হিন্দু নিরাপত্তা সুনিশ্চিত করতে নিয়ে আসা বিলে সমর্থন জানিয়েছেন অনেকে। সম্প্রতি আমেরিকার একটি হিন্দু সংগঠন কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা ,আইনসভার সেনেটদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেই সাথেই, ওই বিলের দৌলতে দুই রাজনৈতিক দলের সেনেটদের সাথে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত বলেও জানিয়েছে সংগঠনটির সদস্যরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group