গর্বের খবর! ইউনেস্কোর রেজিস্টারে স্বীকৃতি পেল ভারতীয় ধর্মগ্রন্থ গীতা ও নাট্যশাস্ত্র

Published on:

Gita and Natyashastra recognized in UNESCO Memory of the World Register

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতবাসীর জন্য গর্বের খবর! ইউনেস্কোর(UNESCO) মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্বীকৃতি পেয়েছে শ্রীমদ ভগবত গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র। হ্যাঁ, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইউনেস্কোর ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ রয়েছে ভারতীয় ঐতিহ্যের অন্যতম চিহ্ন তথা পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র।

ভারতীয় ধর্মগ্রন্থের এমন স্বীকৃতিকে গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতি সম্প্রতি এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, এটি একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা অসাধারণ। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয়দের জন্য এই স্বীকৃতি অত্যন্ত গর্বের।

প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

আন্তর্জাতিক মঞ্চে, ভারতীয় ধর্মগ্রন্থের এমন স্বীকৃতিকে দেশের জন্য সম্মানের বলে মনে করছেন প্রধানমন্ত্রী। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা ও নাট্যশাস্ত্রের স্থান ভারতের কালজয়ী জ্ঞান ও দেশীয় সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি বলেই মানেন তিনি। সদ্য, পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি পোস্ট রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিশ্বজুড়ে প্রতিটি ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত।

ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের কালজয়ী জ্ঞান ও সমৃদ্ধ সংস্কৃতির বিশ্বব্যাপী স্বীকৃতি। গীতা এবং নাট্যশাস্ত্র শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সভ্যতা এবং চেতনাকে লালন করে আসছে। হিন্দু ধর্ম গ্রন্থ গুলির অন্তর্দৃষ্টি গোটা বিশ্বকে নতুন পথ দেখায়, প্রতিমুহূর্তে অনুপ্রাণিত করে।

 

অবশ্যই পড়ুন: ৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট! আদৌ প্লে অফে জায়গা করতে পারবে KKR? দেখুন সমীকরণ

প্রসঙ্গত, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনেস্কো জানিয়েছে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে মোট 74টি নতুন এন্ট্রি যোগ হয়েছে। যার জেরে, বর্তমানে মোট খোদাই করা সংগ্রহের সংখ্যা 570-এ পৌঁছেছে। যার মধ্যে, বর্তমানে ভারতের এন্ট্রি রয়েছে 14টি।

সঙ্গে থাকুন ➥