৩০ জুনের মধ্যেই DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের, জানিয়ে দিল মন্ত্রক

Published on:

bangladesh government employee

প্রীতি পোদ্দার, ঢাকা: গত বৃহস্পতিবার, বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান জানিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হবে। এবং বর্ধিত ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় তাদের বেসিক স্যালারির সঙ্গে যুক্ত করা হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুনের মধ্যেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA বাড়বে। এদিন তিনি আরও বলেন যে, এবার মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ক্ষেত্রে একটা ব্যতিক্রম হবে। আর সেটি হল এখন থেকে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পাবেন। তবে সেটা একটি যুক্তিসংগত হারে পাবেন।

কত শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা?

WhatsApp Community Join Now

এছাড়াও সরকারি কর্মচারীদের ইনসেনটিভ এর প্রসঙ্গও উঠে আসে। কিন্তু এদিন বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান এই প্রসঙ্গে কিছু স্পষ্ট করে বলেননি। তাই আপাতত সরকারি কর্মচারীরা ৫ শতাংশ হার ইনসেনটিভ পেয়ে থাকেন। এমনকি বাংলাদেশের সরকারী কর্মীদের কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে, সেটা নিয়েও এদিন কোনো কিছু খোলসা করেননি বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান। তবে তিনি জানিয়েছিলেন যে কত শতাংশ DA বাড়বে, তা নিয়ে আরও ভালোভাবে বলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব।

ভারতেও বেড়েছে মহার্ঘ ভাতা

এদিকে গত বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের DR চার শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এরপর কয়েক মাস কাটতে না কাটতেই ফের অক্টোবর মাসে কেন্দ্রীয় কর্মীদের আরও এক দফায় ডিএ বাড়ানো হল কেন্দ্রীয় কর্মীদের। একধাক্কায় ৩ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে তাঁদের DA এর পরিমাণ ৫৩ শতাংশ।

আরও পড়ুনঃ মোদী, রাহুল না কেজরিওয়াল, কার দখলে যাবে দিল্লী? চমকদার পূর্বাভাস ফালৌদি সাট্টা বাজারের

এদিকে বর্তমানে ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশ আছে। আশা থাকলেও ডিসেম্বরে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার। আর দেখতে দেখতে আরও এক দফায় ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মীদের। এই আবহে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বাড়তে চলেছে আরও। অন্যদিকে শোনা গিয়েছে আগামী ৩০ জুনের মধ্যে রাজ্যের সকল সরকারী কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। তবে দুঃখের বিষয় হল এই DA বা মহার্ঘ ভাতা রাজ্যগুলিতে বৃদ্ধি পাবে না।

সঙ্গে থাকুন ➥
X